LaughaLaughi

You Create, We Nurture

Romantic

মনে পড়ে

আজ সেই দিন-
যেদিন দেখা হয়েছিল তোর সাথে,
মনে পড়ে?
সেই বৃষ্টি ভেজা দিন,
না আজও মলিন-
সেই স্মৃতি তোর চিন্তায়?
মনে পড়ে?
যখন তোর ঠান্ডা হাত
পড়েছিল আমার হাতের ওপর।
এক নতুন উষ্ণতা পেয়েছিল শরীর।
প্রথম হলেও আজও ভুলতে পারিনি-
সেই প্রথম দেখা
সেই প্রথম ছোঁয়া
সেই প্রথম কথা
সেই প্রথম পাওয়া
তোর আলিঙ্গন।
তাই আজও তুই না থেকেও
আছিস আমার প্রথম দিনের শেষ স্মৃতিতে
দেওয়ালের ফটো ফ্রেমেই হোক,
তুই আছিস আমার নিভৃতে।
মনে পড়ে?

Facebook Comments Box
Editorial Team of LaughaLaughi