LaughaLaughi

You Create, We Nurture

Nature

একটা শীতঘুমে লিপ্ত শীতের গল্প

একটা শীতঘুমে লিপ্ত শীতের গল্পে
বাঁধে বাসা সব কুয়াশারা
খেজুরের রসে পিঠে পুলিরা ধরেছে গান অল্পে
দূর্বার ডগায় টুপটাপ শব্দে ঝরে শিশিরেরা
ওমের আশায় ঘটে দহন পরিত্যক্ত কাগজের
হিমেল সন্ধ্যায় আসর জমে গরম চায়ের
ফুটিফাটা হয়ে হাত পায়ের তালু হয়েছে বিধ্বস্ত
ঘড়ির কাঁটা পাঁচের ঘরে গেলে সূয্যি মামা যান অস্ত
দিদা ঠাকুমারা বোনে সোয়েটার নানা রঙের উলে
আনাচে কানাচে উপচে পড়ে আনন্দ পিকনিকের মশগুলে
সামনেই আসছে বড়দিন, মজবে সবাই কেকের আনন্দে
মেলা প্রাঙ্গনে প্রিয় পরিজনদের গল্পেরা সব মেতে উঠবে সানন্দে

বাহারি ফুলের রং বেরঙের হাতছানি দেয় অলীক স্বপ্নেরা

ঘুমের লিপ্সা প্রোথিত করে মনে লেপের ওমেরা
কিছু দিন পরেই আসবে নিউ ইয়ার ইভ
আনন্দের মাঝেও শুষ্ক থাকবে ক্ষুধায় কিছু পথের যীশুদের জিভ
আসছে বছর অন্য এক শীতের গল্প তৈরি করি
উৎসব কারোর একার নয়, চলো নুতন মানবিক সমাজ গড়ি

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi