অতঃপর আজ দেখা আমাদের!
তুই এলেই এখনো আকাশটা কালো হয়!
আগের মতনই!
না, তুই বদলেছিস খানিকটা। এখন নাকি চা খাস না, কফিই ভরসা!
আমাদের দেখাটা আজ নিতান্ত কাকতালীয় নয়।
কিছুটা জেদ আর কিছুটা “ভালো আছি” দেখানোর প্রচেষ্টা মাত্র।
দেখা হল।
অভিমান দেখানো হল না।
টুকরো কিছু কথা বিনিময় হল।
ফেরার পথে চশমাটা আবার ঝাপসা হল!
Facebook Comments Box