LaughaLaughi

You Create, We Nurture

News

পানিহাটিতে উদ্ধোধন হলো নতুন আরসালান আউটলেট

পানিহাটিতে উদ্ধোধন হয়ে গেল Arsalan- এর নতুন আউটলেট বিরিয়ানি প্রেমীদের জন্য, ১৩ ই আগস্ট বিরাট আয়োজনের মধ্যে দিয়ে এই নতুন Arsalan-এর শুভ উদ্ভোধন হল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র, দমদম লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ সৌগত রায়, এবং Arsalan-এর প্রতিষ্ঠাতা আখতার পারভেজ, বিধায়ক শংকর ঘোষ সহ আরও অনেকে।

পানিহাটি মিউনিসিপ্যালিটির সামনে এই নতুন আউটলেটটি ভোজনরসিক এলাকাবাসীদের কাছে খুব শীঘ্রই নতুন আস্তানা হয়ে উঠবে বলে সকলের মত। বিধায়ক মদন মিত্র জানিয়েছেন, ওনার আরসালানের বিরিয়ানি বরাবরই প্রিয়। কলকাতায় গেলে উনি প্রায়ই আরসালানের বিরিয়ানি খেয়ে বাড়ি ফেরেন।

এবার পানিহাটির বাসিন্দাদের আর দূরে যেতে হবেনা। কাছেই পাবে আরসালানের বিরিয়ানির স্বাদ। সাংসদ সৌগত রায় বলেন, “Arsalan এখন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে।

শুধু বিরিয়ানি নয় আরসালানের রোল খুব জনপ্রিয়। পনিহাটির মতো জায়গায় আরসালান তাদের স্বাদকে পৌঁছে দিয়েছে, এটা খুবই আনন্দের বিষয়।”

প্রুফসংশোধন – তক্ষক

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *