porifeatured

ঋতুপর্ণা সেনগুপ্ত অভিনীত নতুন ছবি পরী এলো পৃথিবীতে

‘পরী এলো পৃথিবীতে’ পরিচালনায় প্রিয়াঙ্কা ঘোষ খুব শীঘ্রই আসতে চলেছে এই ছবি। ২৮শে জুন প্রিয়াঙ্কা ঘোষ এন্টারটেইনমেন্ট এর পরিচালনায় আয়োজন করা হয়েছিল এক সাংবাদিক বৈঠকের । উপস্থিত ছিলেন ছবির জনপ্রিয় অভিনেতা ও অভিনেত্রীরা।

ছবির মুখ্য চরিত্রে অর্থাৎ পরীর চরিত্রে দেখতে পাওয়া যাবে ঋতুপর্ণা সেনগুপ্তকে ,থাকবে সুমিত গাঙ্গুলী খরাজ মুখার্জী সহ প্রমুখ অভিনেতারা। ছবির পরিচালক প্রিয়াঙ্কা ঘোষ এবং সুজিত গুহ জানিয়েছেন এটি একটি রূপকথার গল্পের ধাঁচে নির্মিত ছবি। দর্শকদের মন জয় করবে এই ছবি এটাই আশা । প্রিয়াঙ্কা ঘোষ এন্টারটেইনমেন্ট এর এটি প্রথম ছবি খুব শীঘ্রই মুক্তি পাবে সিনেমাহলে।
অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন জানান এই ছবিটি একটু অন্যরকমের তিনি তার ১০০% দিয়ে এই ছবিটি তে কাজ করেছেন এবং এই ছবিটির গল্প নিয়ে তিনি খুব আশাবাদী দর্শকদের কাছে।
সুমিত গাঙ্গুলী বলেন ছবির গল্পটা শুনেই আগ্ৰহী হয়েছিলাম চরিত্রটা নিয়ে, আশারাখছি দর্শকদের মন জয় করবে এই ছবি।

Facebook Comments Box

Posted

in

by

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *