মনস্প্রাপ্তি

আবিনাশ বৃষ্টির তোয়াক্কা না করেই ঘর থেকে বেরিয়ে পড়ল। ভিজতে ভিজতে পৌঁছল আদ্রিজার ঘরের বাইরে। দরজায় টোকা না মেরে জানলায় টোকা মারল। বাইরে অবিরন্ত বাজ পড়ছে। তাতেই সে বাইরে দাঁড়িয়ে থাকল। আবার টোকা মারল অবিনাশ। জানালা খুলল আদ্রিজা। “কেন এসেছে?” প্রশ্ন করায় অবিনাশ বলল “চল বাইরের থেকে ঘুরে আসি এই বৃষ্টি তে। ” । আদ্রিজা কিছুতেই রাজি নয় বেরতে। জানালার রেলিং ধরেই তর্ক করতে লাগল। এই বলতে না বলতেই আবার বাজ পড়ল……………আজ ৫ মাস হয়ে গেল অবিনাশ ভীষণ খুশি। আজ ও আর আদ্রিজা যে আবার একসাথে।। এমনকি দেওয়ালে হার লাগানো ফটো ফ্রেমটাও তাদের পাশাপাশি লেগেছে।

Facebook Comments Box

Posted

in

by

Tags: