দেখা হলো না আর বছরখানেক পর…

দেখা হলো না আর বছরখানেক পর ,                                                                                                                       ভেবেছিলাম হয়তো আবার কখনও বেখেয়ালী পথের বাঁকে
কিংবা কোনও নাম না জানা পাহাড়ী দেশে,
থমকে যাবে আমার গতি তোর সেই অতি চেনা ডাকে।
কিন্তু তা আর হলো কই?

দেখা হলো না আর কখনই!
তুই দিলি সেই বিদেশ পাড়ি ,
ওখানে নাকি অনেক স্কোপ!
আমি অত বুঝতাম না,
সত্যি তখন বিবেক বুদ্ধি সব পেয়েছিলো লোপ।

এদেশেতে আমি থাকলাম একা পড়ে,
বুঝেছিলাম তুই আর আমি সময়ের অনেক আগেই গেছি সরে।
শুনলাম নাকি বিয়ে করেছিস,সুন্দরী বিদেশিনী!
আচ্ছা আমার কথা মনে পড়েনা না তোর?
ধুর্!!ভালোবাসা তো ছিলোইনা,এখনও বুঝিনি?

শেষবেলায় নাই বা বসলাম চুলচেরা বিশ্লেষনে,
কে ছিলো ঠিক বা কে ভুল?
তোর কথা আজও ভাবায় যখন প্রতি
আষাঢ়ে মেঘ জমে ঈশান কোনে।

Facebook Comments Box

Posted

in

by

Tags:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *