আত্মকথা

তোমার আভাস টুকু দিয়ে গেলে আমায়

এক ঠাণ্ডা বাতাসের ন্যায়,

তোমার ভাবনা ছেড়ে গেলে আমার

মনের কোঠরে।

 

স্মৃতির প্রেক্ষাপটে আজও –

তোমার উজ্জ্বল উপস্থিতি

নতুন দিশা দেখায় আমায়,

যার চালনায় আমি চালিত

যার লালনায় আমি লালিত।
কিন্তু তোমার এই উপস্থিতির

আজ আমি পাইনা চিহ্ন।

হারিয়ে গেছো তুমি যেন-

অজানা কোন দেশে

হারিয়ে গেছ নিমেশে।

বেরিয়ে আসে হৃদয় ঠেলে

একরাশ দুঃখ,

যা খেয়ে ফেলে আগের স্মৃতিকে

আগের ভালবাসাকে।

পরক্ষনেই ভাবি আবার-

কিসের ব্যাথা হায়,

যার পাইনা কোনও উপায়!

কার জন্য ফেলি জল ক্ষনেক্ষনে,

কার জন্য ফেলি জল অকারনে।

তাও তোমায় জড়িয়ে ধরে

বাঁচতে চায়

পেতে চায় এক নতুন জীবন।

পরক্ষনেই প্রশ্ন করে-

পাব কি কোনদিন?

কিন্তু কবে?

শুধু আসে উত্তর-

যখন তোমার সাথে দেখা হবে।

Facebook Comments Box

Posted

in

by

Tags: