এমন করে হারিয়ে যেতে নেই সব খারাপ ছিঁড়ে
আলো মাখতে পারোনি বলে
অন্ধকারে ফিরে যাবে???
সময় পড়েছে মুষড়ে ঠিকই
তাই বলে সব পিছুটান কী শেষ??
ভাবনা জগৎ থেকে ফেরা মাত্রই
হৃদয় অস্থি সব পুড়ে ছাই
অক্ষতা চঞ্চল জল ভরা চোখে
আত্মগ্লানিরা মজলিশ বসিয়েছে বুনোফুলের সভায়
কানে কানে ফিসফিসানি সুরে করছে হিসেবনিকেশ
সন্তর্পনে বলি তাদেরকে শেষ কথাখানা
এমন করে হারিয়ে যেতে নেই
ক্লান্ত সোনালী রোদ মেখে
নাম কুড়ানোর বাসনা আঁকে ছন্দপতন
বিশ্বাস করো , আমিও চাইতাম পরিবর্তন
আগুনটা হয়তো আজ নিভে গেছে
Facebook Comments Box
Leave a Reply