This project of New Vision Of India is The Blessing Childrens Orphanage in Kurtamgarh, in Kandamal district. This project, where Mr. Barada Prasan Nayak is the Director, teaches 60 orphaned (predominately indiginous but not exlusively) children aged between the ages of 5 and 13. This NGO is 100% locally owned and managed. ©2011 Ingetje Tadros www.ingetjetadros.com
আমি মনে করি , আজকে যে পৃথিবীতে আমরা দাড়িয়ে আছি , সেখানে বন্ধ্যাত্ব একটা মস্ত বড় আশীর্বাদ । বন্ধ্যাত্ব , যার ফলে ছেলেমেয়ে , সন্তান সন্ততির জন্ম দেওয়া সম্ভব নয়। আর এই একটি অসম্ভব , আরেকটি সমস্যার সম্ভব সমাধানের চাবিকাঠি । এই উক্তির পেছনে আমি নিজের মত করে দুখানা যুক্তি দাঁড় করেছি ।
(এক) প্রথম যুক্তিটি মহৎ । ভারত-পাকিস্তান বা চীনের মত দেশে জনসংখ্যার হাল সকলের জানা । আর এই বিপুল জনসংখ্যার একটা বৃহৎ অংশ প্রতিদিন পেট পুরে খেতে পায়না , বস্ত্র ও বাসস্থান তাদের কাছে বিলাসিতা । সেখান থেকে বন্ধ্যাত্বই জনসংখ্যা নিয়ন্ত্রণের সবথেকে সহজ এবং প্রাকৃতিক পথ । যারা মা হওয়ার স্বাদ পাওয়ার জন্য বিভিন্ন ইনফারটিলিটি ক্লিনিকে লাখ লাখ টাকা ঢালছেন । তারা অনাথ আশ্রম থেকে একটা শিশু দত্তক নিয়ে দেখুন না । মনে অদ্ভুত একটা প্রশান্তি পাবেন । পৃথিবীতে নতুন একটা চোখ খোলার বদলে একটা চোখের জল মুছিয়ে দেখুন ভাল লাগবে ।
(দুই) এবার যে যুক্তিটি দেব , সেটি স্বার্থসর্বস্ব । এই যুক্তিটির অবতারণা করার কারণ হল , মানুষ বিশ্ব সমাজের স্বার্থের থেকে নিজের স্বার্থের বিষয়ে বেশি কনসারন্ড । আমি হিসেব করে দেখেছি , আমি ভূমিষ্ঠ হওয়ার পর থেকে আমার বাবা মা আমার পেছনে যে পরিমাণ টাকা খরচ করেছে , সেই টাকায় বাবা মার আরামসে একটা ওয়ার্ল্ড ট্যুর হয়ে যেত । এবং সবথেকে বড় কথা কতটা টেনশন ফ্রি জীবন কাটাতে পারত ওরা । এই একই কারণে আমি সন্তান হিসেবে কোনোদিন গর্ব করতে পারি না । আমি নিজের জন্মদিনে নিজে কেন আনন্দ করব , এর কারণ খুঁজে পাইনি কোনোদিন । আমার জন্মদিনটি আমার মায়ের জন্য একটা মেমরেবল ডে । দীর্ঘ ২৮০ দিন প্রচণ্ড গর্ভ যন্ত্রণা সহ্য করে মা আমকে জন্ম দিয়েছে । তাই এই দিনটাতে আমার মাকে শুভেচ্ছা জানানো উচিত , তাঁকে উপহার দেওয়া উচিত । আমাকে কেন ? হ্যাঁ তবে , আমি যদি কোনোদিন খ্যাত হই , সে ওবামা হই বা ওসামা । সেই দিন আমার গুণগান করার জন্য বা নিছক খিস্তি করার জন্য আমার জন্মদিনটিকে বেছে নিতেই পারেন । যাই হোক , টপিকের বাইরে চলে গেছিলাম । না আমি আরেকটি নতুন প্রাণকে কোনোদিন এই পৃথিবীর মুখ দেখাতে চাই না। আমি আমার রোজগার করা টাকায় ভাল বাড়ি বানাব , পরিবারের সবাই মিলে ইউরোপ ট্যুরে যাব , একটার জায়গায় দুটো গাড়ি কিনবো । কিন্তু সন্তানের পেছনে লাখ লাখ টাকা খরচ করব না । আমার মত যাদের ছোট্ট বাচ্চা ভাল লাগে , তারা সপ্তাহে একদিন বা প্রতিদিন অনাথ আশ্রমে যান , ওদের সাথে খেলুন , ভালবাসা দিন । দেখবেন আপনার একটি সন্তান আপনাকে যতটা আনন্দ , যতটা ভালবাসা দিতে পারত , তার থেকে হাজারগুণ গভীর থেকে ভালবাসবে ওরা ।
যুক্তি তো গেল । অনেকেই বলবেন (প্রায় প্রত্যেকেই) রক্তের সম্পর্কের সঙ্গে অন্য সম্পর্কগুলিকে মেলান যায়না । কিন্তু যখন ষোল বছরের কিশোর মোবাইল কেনার টাকা না দেওয়ার জন্য নিজের মায়ের পেতে ছুরি মারে । যখন শহুরে আদবকায়দা না জানার অপরাধে , সমাজের সামনে ছেলে মাকে মা বলে পরিচয় দেয়না । যখন সম্পত্তি হাতিয়ে নেওয়ার পর সন্তান বাবাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় । যখন হাজারো ছেলে মেয়ে বাবা মাকে বৃদ্ধাশ্রমে পচে মরার জন্য রেখে আসে তখন কোথায় যায় রক্ত , তখন কোথায় মুখ ঢাকে সম্পর্ক ? না আমি বলছি না যে আপনার দত্তক পুত্র আপনাকে দুঃখ দেবে না । আপনি দত্তক পুত্রের জননী হলে আপনার শেষ জীবন সুখের হবে , তাও বলছি না । আসল কথাটা হল , সম্পর্কের কোন গ্যারান্টি দেওয়া যায় না । ভালবাসা তো LIC নয় যে , “ জীবনভর আপকে সাথ ’’ । কিন্তু আপনার সন্তান বেশিরভাগ সময় ভেবে নেয় যে , তাঁকে ভালবেসে যাওয়াটা , তার প্রতি দায়িত্ব পালন করাটা আপনার কর্তব্য । তাই মা বাবার ভালবাসার মূল্যটা সে বেশিরভাগ সময়ই উপলব্ধি করতে পারে না । কিন্তু যাকে আপনি ফুটপাথ থেকে তুলে এনে মাতৃস্নেহে মানুষ করবেন , সে বুঝবে ভালবাসার মানে । সে জানবে যে আপনার ভালবাসার কোন মূল্যই সে এ জীবনে চোকাতে পারবে না । সে তাই আপনাকে নিঃস্বার্থ ভাবে ভালবেসে যাবে জীবনভর ।
আমার চারিদিকে যে হাজার হাজার বন্ধ্যা দম্পতিকে কাঁদতে দেখছি প্রতিমুহূর্তে , এই কথাগুলি যেমন তাদের বলা তেমনি তথাকথিত সক্ষমদেরও বলা । আমার এই উক্তি এবং যুক্তিগুলি আজ অব্দি কেউ মেনে নেয়নি , হয়তো নেবেও না । তবুও বলব । থামব না । যত ইচ্ছে খিস্তি দিন । তৈরি আছি ।
This article originally appeared in DC Journal: https://dcjournal.com/why-does-a-rich-chicago-law-firm-keep-suing-indian-tribes/ Why does a deep-pockets Chicago law firm keep…
In a spectacular celebration coinciding with the birthday of the iconic actor Prosenjit Chatterjee, the…
হিমেশ রেশামিয়ার পর সুরাশা মেলোডিজ থেকে অনুষ্কা পাত্রর নতুন গান পুজো আসছে মানেই বাঙালির নতুন…
The highly awaited trailer of grand Puja release, "Dawshom Awbotaar", produced by Jio Studios and…
আসছে Klikk Originals এর আগামী ওয়েব সিরিজ। জন হালদার এর প্রযোজিত ও পরিচালিত রোমহর্ষক থ্রিলারNH6…
On the auspicious occasion of Ganesh Chaturthi, Bengal's Superstar Jeet Unveils the First Look of…
This website uses cookies.