ফানি আগমনী – স্বস্তির আতঙ্ক

গ্রীষ্মের তাপদাহ থেকে মুক্তি দিতে আসছে ফানি । গত কয়েকদিনের মধ্যে গ্রীষ্মের প্রকোপে প্রাণ ওষ্ঠাগত । বৃষ্টির নাম মাত্র নেই ।

ইতি মধ্যেই , মধ্যভারত এবং পূর্ব-মধ্য ভারতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে । আর এর মধ্যে কলকাতার কথা বলাই বাহুল্য । গতকিছুদিনে কলকাতার তাপমাত্রা 39°  – 40° র মধ্যেই ঘোরাফেরা করছে । তার উপর দূষণ মাত্রা স্বভাবিকওর তুলনায় বেশি হওয়ায় , জনসাধারণে শ্বাসকষ্ট ,ডিহাইড্রেশন ইত্যাদি সিম্পটম দেখা দিয়েছে ।

তবে , কিছুটা স্বস্তি দিতে পারে , এই খবরটি । আগামী কিছুদিনে, আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায় । এই  ঘূর্ণিঝড়ের নাম ফানি (FANI) ।

বর্তমানে এই ঝড় নিরক্ষীয় ভারত মহাসাগরের উপর বিরাজমান । তাই  আবহাওয়াবিদরা অনুমান করেছেন যে , এপ্রিল 30 এর মধ্যে ভারতে ফানি-র আগমন । মূলত তামিলনাডু , অন্ধ্র প্রদেশে এর প্রভাব বেশি পড়বে । এর সাথে দক্ষিণবঙ্গ, ওড়িশায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ।

আগামী শনিবার , রবিবার এই দুদিনে উষ্ণতা নিয়ন্ত্রণ হবে , জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর ।
আশা করা যায়, আর কিছুদিনের মধ্যেই স্বস্তির নিঃশ্বাস ফেলবে কলকাতাবাসি ।

প্রথাগত ভাবে , কালবৈশাখী এই বৈশাখে তান্ডব আনে । তবে , ফানি কোনো কালবৈশাখীর প্রকার নয় । অতিরিক্ত উষ্ণতা বৃদ্ধির কারণে , ভারত মহাসাগরে নিম্নচাপের বলয় সৃষ্টি হয়েছে । যা ক্রমশ অগ্রসর হচ্ছে ।
ইন্ডিয়ান মেটেওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (IMD) থেকে জানানো হয় যে, দুপুরে 11:30 নাগাদ , ফানি কে তামিলনাডুর উপকূল থেকে 1040 কিমি দক্ষিণ- পূর্বে চিহ্নিত করা হয়েছে ।

তিমধ্যেই সমুদ্রে থাকা নাবিকদের সমুদ্রতীরে ফিরে আসার বার্তা প্রেরণ করা হয়েছে । ঘূর্ণিঝড়ের বেগ 165- 185 কিমি প্রতি ঘন্টা হতে পারে আশঙ্কা করা হচ্ছে । এই ধ্বংসাত্বক ঝড় কতটা স্বস্তি আনবে তা এখন প্রশ্ন ।

Facebook Comments Box
Staff Writer

Editorial Team of LaughaLaughi

Recent Posts

Kolkata to Witness B Praak’s Mesmerizing Performance at ‘Kolkata Odyssey’ on October 20th

The vibrant city of Kolkata is set to host an extraordinary musical event as renowned Indian music…

2 months ago

Celebrating Friendship and Togetherness with Pujo Pujo Gondho

In a heartwarming ode to friendship and the unifying spirit of Pujo, SVF Brands has…

2 months ago

Frustration Turned To Calmness, Thanks To These Websites

The year 2024 has not been what I had planned so far. Everything went downhill.…

2 months ago

SVF Music Unveils April Edition of “Banglar Gaan Indies”

Following the resounding success of the inaugural edition, SVF Musicproudly announces the arrival of the…

7 months ago

Mimi Chakraborty and Nabila to Star Alongside Shakib Khan in ‘Toofan’

Amidst ongoing speculations regarding the leading lady opposite Shakib Khan in the upcoming film 'Toofan',…

8 months ago

Why Does a Rich Chicago Law Firm Keep Suing Indian Tribes?

This article originally appeared in DC Journal: https://dcjournal.com/why-does-a-rich-chicago-law-firm-keep-suing-indian-tribes/ Why does a deep-pockets Chicago law firm keep…

1 year ago