LaughaLaughi

You Create, We Nurture

Sports

World Cup 2018, Argentina vs Iceland Match Preview.

১৪ই জুন গোটা বিশ্ব সাক্ষী থাকল ২১তম বৃহত্তম ক্রীড়া আনন্দ উৎসব “FIFA WORLD CUP” এর। ৮৮ বছর পুরনো হলেও, বয়সের সাথে এর উত্তেজনা চরমে পৌঁছেছে তা উদ্বোধনীর মাধ্যমে টের পাওয়া গেল। এই বিশ্বকাপের প্রাণকেন্দ্র এবার রাশিয়া। ১৬ই জুন রাশিয়ায় সংগঠিত এই বিশ্বকাপের ষষ্ঠ ম্যাচটি গ্রুপ-ডি-এর ARGENTINA ও ICELAND-এর মধ্যে Moscow শহরের Spartak স্টেডিয়ামে হতে চলেছে।

এবার এই ম্যাচের জন্য ARGENTINA ও ICELAND-এর সম্ভাব্য লাইন আপ দেখে নেওয়া যাক:
Possible line-ups:

Argentina:

Wilfredo Caballero(GK)
Eduardo Salvio(DF)
Nicolas Otamendi(DF)
Marcos Rojo(DF)
Nicolas Tagliafico(DF)
Javier Mascherano(MF)
Lucas Biglia(MF)
Maximiliano Meza(MF)
Lionel Messi(FW)(c)
Angel Di Maria(FW)
Sergio Aguero(FW)

Iceland:

Hannes Halldorsson(GK)
Hordur Magnusson(DF)
Ragnar Sigurdsson(DF)
Kari Arnason(DF)
Birkir Saevarsson(DF)
Emil Hallfredsson(MF)
Aron Gunnarsson(MF)(c)
Birkir Bjarnason(MF)
Gylfi Sigurdsson(FW)
Johann Gudmundsson(MF)
Jon Bodvarsson(FW)

ARGENTINA ও ICELAND-এর ২৩ জনের স্কোয়াড থেকে ১১ জনের সম্ভাব্য লাইন আপ এটি। এই ১১ জনের স্কোয়াডের মধ্যে তারকা খেলোয়াড়রা হল:

STAR PLAYERS :

ARGENTINA:

Lionel Messi – D.O.B- 24.06.1987;
Forward;
4th Fifa World Cup.

Angel Di Maria – D.O.B- 14.02.1988;
Attacking Midfielder;
3rd Fifa World Cup.

Javier Mascherano- D.O.B- 08.06.1984
Defender;
3rd Fifa World Cup.

এছাড়াও ARGENTINA-এর Lucas Biglia, Sergio Aguero, Marcos Rojo, Nicolas Otamendi-কে নিয়ে খুব আশাবাদী ARGENTINA সমর্থকরা। তবে Sergio Romero-কে নিয়ে অনিশ্চয়তা এখনো আছে।

ICELAND:

Johann Gudmundsson- D.O.B- 27.10.1990;
Midfielder;
1st Fifa World Cup.

Gylfi Sigurdsson- D.O.B- 28.09.1989
Attacking Midfielder;
1st Fifa World Cup

এটি ICELAND-এর প্রথম বিশ্বকাপ, সুতরাং দলটির অভিজ্ঞতা তুলনামূলক কম।

HEAD COACH:

ARGENTINA: JORGE SAMPAOLI

ICELAND: HALLGRIMSSON Heimir

জেনে নিন!

১) বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের জন্য অংশগ্রহণ করল ICELAND.
২) ICELAND ইউরোপের সবচেয়ে ধারাবাহিক পারফরম্যান্সের একটি দল হিসাবে আবির্ভূত হয়েছে এবং এখন তারা তাদের প্রথম বিশ্বকাপের জন্য প্রস্তুত, 1978 এবং 1986 সালের চ্যাম্পিয়নদের তুলনায় কম প্রতিপক্ষের বিরুদ্ধে।
৩) এবার সম্ভবত ARGENTINA দলের Leo Messi, Gonzalo Higuain, Angel Di Maria, Javier Mascherano-এর শেষ বিশ্বকাপ তাই তাদের উপর দেশ তথা গোটা বিশ্বের মানুষের অগাধ আস্থা এবং প্রত্যাশা রয়েছে।

Coach Heimir Hallgrímsson:
“Just to save all those kind of questions: I still work as a dentist. I will never stop working as a dentist.”

ফ্যান ভোটে ARGENTINA এগিয়ে থাকলেও বড়ো ম্যাচে নিশ্চিত কিছু বলা যায় না। তাই পেপার ফ্যাক্ট এক্ষেত্রে কিছুই না, খেলাটা হাতে কলমে নয় মাঠে হয়।

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi