LaughaLaughi

You Create, We Nurture

Sports

বিশ্বকাপে ইন্ডিয়ার জার্সি নিয়ে উঠলো বিতর্ক

চলতি ক্রিকেট বিশ্বকাপে ইন্ডিয়ার জার্সি নিয়ে বিতর্ক উঠলো মোদি সরকারের বিরুদ্ধে। জার্সি বিতর্ক ৩০ শে জুন ইন্ডিয়া ইংল‍্যান্ড ম‍্যাচকে ঘিরে।

বিশ্বকাপে টিম ইন্ডিয়া পাঁচ ম‍্যাচে ৯ পয়েন্ট পেয়ে এখন পয়েন্টস টেবিলের তিন নম্বরে।

এখনোও অবধি অপরাজিত বিরাট এন্ড কোং । গ্রুপ লিগে বিরাটরা খেলবেন আর চারটি ম‍্যাচ।

এমতাবস্থায় টিম ইন্ডিয়ার জার্সির রঙ নিয়ে উঠলো নতুন বিতর্ক।

৩০ শে জুন এজবাস্টনে ইংল‍্যান্ডের বিপক্ষে কমলা জার্সি পরে নামবেন বিরাট ধোনিরা। এই নিয়েই বিতর্ক তুঙ্গে।

কমলা রঙের জার্সি নিয়ে আপত্তি জানিয়েছেন কংগ্রেস ও সমাজবাদী পার্টির সদস্যরা।

তাঁদের দাবি, ক্ষমতায় আসার মোদি সরকার সমস্ত কিছুই গেরুয়াকরণের চেষ্টা করছেন। বাদ যাচ্ছে না বিশ্বকাপের জার্সির রঙ ও।

তবে ইংল‍্যান্ডের বিপক্ষ ম‍্যাচে জার্সি বদলানোর কারণ হলো, দুটো টিমের জার্সির রঙ নীল হওয়ায়।

এই নিয়ে রীতিমতো আপত্তি তুলেছে কংগ্রেসের মতো বিরোধী দল ও সমাজবাদী পার্টি।

তাঁদের মতে যদি জার্সি কালার বদলাতেই হয় তবে তা আমাদের জাতীয় পতাকার তেরঙ্গা রঙ হওয়া দরকার।

কিন্তু বিজেপি ক্ষমতায় থাকার কারণে তা কমলা করা হয়েছে বলে অভিযোগ।

তাঁরা এ নিয়ে প্রতিবাদ করার কথাও জনসমক্ষে জানিয়েছেন।

এ বিষয়ে ভারতে বোলিং কোচ অরুণকে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁরা জার্সি কালার নিয়ে চিন্তিত নন। তাঁদের দরকার আবারও একটা ম‍্যাচ জেতা।

টিম ইন্ডিয়া মানেই ‘ব্লিড ব্লু’ এও তিনি বলেছেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে ৩০ শে জুন গ্রুপ লিগে ৭ নম্বর ম‍্যাচ খেলবেন বিরাটরা।

তার আগে ২৭ শে জুন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ষষ্ঠ ম‍্যাচ খেলেছে ভারত। এই ম‍্যাচে চেনা ব্লু জার্সিতেই দেখা গেছে টিম ইন্ডিয়াকে।

সবমিলিয়ে জার্সি বিতর্ক বাদ দিলে বেশ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। আগামী চার ম‍্যাচে জয় ছিনিয়ে নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে পৌঁছনোর সুযোগ হাতছাড়া করতে চাননা বিরাট এন্ড কোং।

১৯৮৩, ২০১১ এর পর আবারও বিশ্বকাপ হাতে দেখা যাবে ব্লিড ব্লু কে? স্বপ্ন পূরণ হবে ১৩০ কোটি ভারতবাসীর? অপেক্ষা আরও কয়েকটা ম‍্যাচ।

টিম ইন্ডিয়ার কাছে রয়েছে চারটি গ্রুপ ম‍্যাচ। চারটির মধ‍্যে তিনটে জিতলেও বিরাটরা থাকবেন পয়েন্টস টেবিলের শীর্ষে।

সেক্ষেত্রে তারা সেমি ফাইনাল খেলবেন পয়েন্টস টেবিলে থাকা চার নম্বর দলের বিপক্ষে।

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi