LaughaLaughi

You Create, We Nurture

Uncategorized

গর্বের বাঙালি ২০২১

পয়লা বৈশাখের মত শুভলগ্নে জাতীয়, ও আন্তর্জাতিক ক্ষেত্রে স্ব স্ব অবদানের জন্য স্বনামধন্য বাঙালিদের একসঙ্গে সম্মান জ্ঞাপনের একটি উদ্যোগ। কলকাতার আই টি সি রয়্যাল বেঙ্গলে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

নিউক্লিয়াস পাবলিকেশনের কর্ণধার শ্রী দীপ চক্রবর্তী সংগীত, ক্রীড়া, শিল্পকলা, সিনেমা, শিক্ষা, বিজ্ঞান, ব্যাবসা; এইরকম বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে সম্মানজ্ঞাপন করলেন ‘গর্বের বাঙালি’ এই মহান উদ্যোগের মাধ্যমে।

পয়লা বৈশাখে বাংলাকে গর্বিত করার জন্য যেসব স্বনামধন্য বাঙালিকে ‘গর্বের বাঙালি ২০২১’এ পুরস্কৃত হয়েছেন তাঁরা হলেন
১। কৌশিক গাঙ্গুলি, চিত্রপরিচালক (গর্বের পরিচালক)
২। গৌতম ঘোষ, চিত্রপরিচালক (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)
৩। অন্বেষা (গর্বের গায়িকা)
৪। শান (গর্বের গায়ক)
৫। নচিকেতা (গর্বের গায়ক)
৬। পণ্ডিত অজয় চক্রবর্তী (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)
৭। আরতি মুখোপাধ্যায় (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)
৮। সুব্রত চৌধুরী, চিত্রশিল্পী (গর্বের আর্টিস্ট)
৯। গণেশ হালুই, চিত্রশিল্পী (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)
১০। শ্রীজাত, কবি (গর্বের লেখক)
১১। শীর্ষেন্দু মুখোপাধ্যায় (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)
১২। ডোনা গাঙ্গুলি, নৃত্যশিল্পী (গর্বের নৃত্যশিল্পী)
১৩। কোয়েল মল্লিক, অভিনেত্রী (গর্বের অভিনেত্রী)
১৪। খরাজ মুখোপাধ্যায়, অভিনেতা (গর্বের অভিনেতা)
১৫। সৌরভ গাঙ্গুলি, ক্রীড়া ব্যক্তিত্ব (লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড)
১৬। শ্যামল ও শ্রেয়সী কর্মকার (গর্বের ব্যবসায়ী)
১৭। সঞ্জয় মুখার্জি (গর্বের এন্টারপ্রিনর)
১৮। জি. পি. সরকার, বিজ্ঞানী (গর্বের বিজ্ঞানী)
১৯। স্বপ্না গড়াই (গর্বের শিক্ষাবিদ)
২০। রূপক সাহা (গর্বের সাংবাদিক)

শ্রী দীপ চক্রবর্তীর কাছে ‘গর্বের বাঙালি ২০২১’ পুরস্কারের প্রধান কারণ, সমাজে অবদান আছে এমন সব বাঙালি-রত্নদেরই সম্মানিত করা। তাঁর নিজের ভাষায়, “আমরা চাই সেইসব বাঙালিদের চিহ্নিত ও সম্মানিত করতে, যাঁদের সমাজে অবদান রয়েছে।”

এই দিন কলকাতা থেকে প্রকাশিত বাংলা মাসিক পত্রিকা ‘ডানা’র বিশেষ বৈশাখী সংখ্যা মুক্তি পেয়েছে।

এই অতি মহামারী পরিস্থিতিতে দীপ চক্রবর্তীর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকল স্বনামধন্য বাঙালি ব্যক্তিত্বরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, পন্ডিত অজয় চক্রবর্তী, গায়ক নচিকেতা, গায়িকা অন্বেষা, অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী, চিত্রপরিচালক গৌতম ঘোষ, কবি শ্রীজাত, শিক্ষিকা স্বপ্না গড়াই, সাংবাদিক রূপক সাহা সহ আরো অনেক বাঙালি রত্নরা।

লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেছেন, “এ এক খুবই নতুন উদ্যোগ, আগামী দিনে এরম যদি উদ্যোগ প্রতি বছর নেওয়া হয় তাহলে খুবই খুশি হবো।”

কবি শ্রীজাত বলেছেন, “এই পরিস্থিতিতে এমন এক উদ্যোগের জন্য তিনি সম্মান জানাচ্ছেন শ্রী দীপ চক্রবর্তীকে।”
এছাড়া তিনি আগামী দিনের নব প্রজন্মের লেখকদের উদ্যেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।
বাঙালির কাছে বাংলা ভাষাই হলো গর্বের, তা তিনি বলেছেন।

নৃত্যশিল্পী ডোনা গাঙ্গুলী বলেছেন, “নৃত্য আমার কাছে ভালোবাসার জায়গা, সেটাকে এই ভাবে অ্যাপ্রিশিয়েট করা হচ্ছে তার জন্য আমি কৃতজ্ঞ দীপ চক্রবর্তীর কাছে।”

শিক্ষিকা স্বপ্না গড়াই জানিয়েছেন, “তিনি খুবই আপ্লুত এই সম্মানটি পেয়ে, বাঙালি হিসেবে খুবই গর্বিত তিনি একজন শিক্ষিকা হয়ে।”

অভিনেতা খরাজ মুখোপাধ্যায় সাধুবাদ জানিয়ে বলেছেন, “বাংলার ঐতিহ্য এখন যেখানে হারিয়ে যাচ্ছে সেখানে ‘ডানা’ পত্রিকার এই উদ্যোগ বিভিন্ন পেশার মানুষকে সম্মান জানানো হচ্ছে তা খুবই গর্বের।”

শ্রী দীপ চক্রবর্তী, যিনি একজন আই এ এস অফিসার ছিলেন, এবং এখন ‘ডানা’ পত্রিকার সম্পাদক, ভবিষ্যতে তাঁর এই প্রকাশনার ক্ষেত্রে বড় পরিকল্পনার কথা জানিয়েছেন, “সারা পৃথিবীর বাঙালিকে ‘ডানা’ পত্রিকার মাধ্যমে একটি প্ল্যাটফর্মে আনতে চাই আমরা, যেখানে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতির প্রসারে আরও গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হবে।” তিনি স্থির করেছেন ‘গর্বের বাঙালি’ পুরস্কার আগামী বছরগুলিতেও সম্পন্ন হবে, যেখানে বিভিন্ন ক্ষেত্রে উজ্জ্বল বাঙালিদের সম্মানিত করা হবে।

শৌর্য্যশ্রী ভট্টাচার্য

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Hello! My name is Roy. On LaughaLaughi, I talk about digital marketing, brand engagement, travel photography and how I connect with the audience through this platform.