ভালো থাকার পর সন্ধ্যে এলো নেমে
এক থার্মোমিটার জ্বর ।
ত্রুশবিদ্ধ হওয়ার মতো যন্ত্রণা ছড়িয়ে পড়ে গোটা শরীরে ।
উঠানে পড়ে আছে গল্পের টুকরোগুলো,
আলগোছে,মিছিমিছি
দু-পলক দূরে ঘন হচ্ছে আকাশ ।
ভালো থাকার পর!
গৃহস্থের গান মুছে ফেলে ফিরে যাই জং ধরা জাহাজের কাছে।
নতজানু হই যেখানে প্রেমের সৈকতে বিশ্বাস ঢোবে,
মীন চোখে ক্ষমা করে যায় ইতিহাস।
ত্রুমে রাত ছুঁয়ে যাক নরম কিছু গান
খুব একটা সরল নয় গতিপথ,
তোমার পথ ধরে হাঁটতে হাঁটতে যেন শীত কমে গেছে ।
অনেক আলোকবর্ষ দূরে
গুঁড়ো গুঁড়ো তারার ঘুমন্ত ব্যাথা,যেসব গল্পকথা
পড়েছিলাম একসাথে……..
আজ যেন মনের দরজায় তাদের আলো হঠাৎ এসে,
তবু মনে হয়,যেন এক শৈত্যযুগ অতিবাহিত ।
ভালো থাকার পর!
একটা নির্বাক চোখের হিমালয় ;
তোর আমার মাঝে ,
সেই শব্দহীন অকবি বাঁচে
কবির হাতচিঠিরা যে শব্দে বেঁচে যায়
এ কবিতা শুধু তাদের জন্যে আগুন মাখে
এ কবিতা তোর জন্য নয় তোর জন্য শুধু স্মৃতি রাখে ।।