ভাঙা গিটারের অনেক গুলো তার ছিঁড়ে গেছে।
তবুও মাঝে মাঝে এক দুটো খুচরো সুর
উঠে আসে বিবিধ কিছু।
তার কয়েকটা-
বিবিধ #১
দুঃখ মেশানো থাক শেষ চুমুকে,
কফি কাপ উষ্ণতা ছাড়ে ক্রমশ..
শুধু বাষ্প জমে চশমা ঘেঁষে
অশ্রু, সব ফর শো ।
বিবিধ#২
বেনামী আশিকীর অৰ্থ খোঁজা
প্রাক্তনীর অন্তর্ধানে,
শেষ হতে আমিও চাই
বিরক্তি শুধু বিষপানে ।
শুন্যতা ঘেরা ক্রমে
জীবিত মৃতের সাম্যে মিশে
কারণ যায়ই থাকুক,
লক্ষণ প্রকাশিত-
ক্যান্সারে আর সিরোসিসে ।
বিবিধ #৩
দিনকয়েক বেশ ক্লান্তি এনেছে শরীরে
তবে যন্ত্রনা উপশমের অবকাশ খুব কম।
ব্যস্ততা বাস্তব ঘিরে,
সেদিন বিকেলে শহরে বৃষ্টির আশ্বাস।
স্নিগ্ধতা এসেছে কিছুটা
বাধনহারা বর্ষা মুক্ত,
শেষ….বাদলের পিছুটান ।
ভেজা পরিবেশে আমার ভিজতে চাওয়া,
অল্প হলেও প্রাক্তনীর আস্বাদনের হাওয়া ।
আমি মেট্রো করে বাড়ি ফিরি
সেদিনও তাই,
জনসংখ্যা বেশ কম
কানে হেডফোন গুঁজে ব্যস্ততা এড়িয়ে চলেছি,
মেট্রো এলো; যথাসময়ে
আমার এবার ফিরবার পালা।
ভ্রাম্যমাণ পরিচিতির আলাপ
দেখতে পেলাম তাকে,
বন্ধ কাঁচের প্রতিফলনে ।
দৃশ্য ভিড়ে গোপনে…চেয়ে তাকানো
আরো একবার!
সে যদিও অন্য সঙ্গে সুখী,
আমি ক্লান্ত চোখ বুজলাম ।
কানে তার গাওয়া শেষ গানটি বাজছে..
“তুমি রবে নীরবে হৃদয়ে মম ” ।।
বিবিধ #৪
কটুকথা বলা ভালো
যখন নিন্দা করা শক্ত ।
এই উপহার তাদের জন্যে
যারা, ফ্রেন্ডজনের ভক্ত।
যদিও স্বল্প তেতো
তবু সত্য,
“প্রেম হয়েও হইল না প্রেম ”
এটাই মূলতত্ত্ব ।
সকালবেলা ঘুম থেকে উঠে
তাকে মনে করে
একটি “gd mrng” পাঠাও
বাসনার ঘরে(ঘোরে ),
তারপর সারাদিন
একটু..একটু কথা ;
তোমার চোখে সর্ষে ফুল
তার সোর্সে ব্যাথা
চলে যায় দিন
কেটে যায় রাত
লোকে বলে
ওরে, কি পটিয়েছিস
কিয়া বাত! কিয়া বাত!
ধীরে ধীরে বাড়তে থাকে
তোমাদের মেলামেশা
তুমি তখন হাতে খড়ি
প্রথম alocohol-এর নেশা ।
এবার তুমি sure
মানছি তোমার ভালোবাসাও pure !
তাতে কি !
তুমি এবার next level-এর আশায়
স্বপ্ন বুনেছো বেশ (base)
প্রপোজ করলে শাহরুখ-পোজে
অন্যতম phase ।
সে বলে-
“তুমি আমার ভালো ফেরেন্ড !”
“পাবে আমার থেকেও ভালো”
ফাটছে তখন আপাদমস্তক
ঘনিয়েছে মেঘ কালো ।
তাতে কি !
তুমি তাকে ভালোবাসো;
হালকা করে মুচকি হাসো
Hangout এই সুখী।
(তারপর)
এবার কোথাও ঘুরতে গেলে
তার সাথে meet করলো
ধরো অন্য এক ছেলে ।
(তখন)
ও তোমাকে ‘ভাই’ বলে
তুমিও একটু খেলার ছলে
মানিয়ে নিও।
কাল লগ ফাঁকা যখন
হাসতে থাকে jio!
এরপর তুমি রাত্রি জেগে;
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদো;
তখন তোমার অষ্টম রাগ,
নেকিসুরে ‘channa mereya’ বাঁধো ।
খুচরো পাপ এসবই । জ্ঞানপাপী আমি ।