চারিদিকে জীবনের সংগ্রাম আর ব্যস্ততা
অবিরাম চলছে
করুন আর্তনাদে ক্ষতের দাগ যেন স্পষ্ট
সমাজের প্রতিটি কোণায় কোণায়।
সারারাত জুড়ে ক্লান্তির ছাপে নতুন ভাবে
জেগে উঠছে বর্তমান
এবং প্রতিদিনের মৃত্যুমুখী যুদ্ধে লড়ছে মানুষ,
লড়াই করছে পৃথিবী
কখনো হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছে মাটিতে
কখনো বা ঝলসানো আগুনে নিজেকে পুড়িয়ে ফেলছে।
সৃষ্টির আদিম যুগ থেকে শুরু হয়েছে বেঁচে থাকার সংগ্রাম
যার শেষ নেই এবং সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে জীবন যুদ্ধ বেড়েই চলেছে।
অন্ধকারে গজিয়ে ওঠা প্রাণ প্রস্তুতি নেয় প্রতিদিনের যুদ্ধে সামিল হতে,
মানুষ যোদ্ধার বেশে পেরিয়ে আসছে বর্তমান ও
একটু একটু করে এগিয়ে যাচ্ছে ভবিষ্যতের ঠিকানায়।
হেরে যাবার গল্প মানুষ কখনো ভাবেনি
বরং জীবন স্রোতে খড়কুটোর মতো ভেসে যাওয়া শরীরকে টেনে আনছে উৎসের দিকে।
অবসাদ যখন ছেয়ে আসে
সীমাহীন আকাশে ছুঁড়ে ফেলে সমস্ত ক্লান্তি,
হাজার না পাওয়ার অভিযোগ নিয়ে ভোরের আলোয় শুরু করে জীবন সংগ্রাম।
এটাও পড়ুন – প্রাণভয় পেয়েছেন কখনও? এক ভয়াবহ সন্ধ্যার অভিজ্ঞতা
এই যোদ্ধারা মৃত্যুকে ভয় পায় না,
তাই বুকে ব্যাথা জমিয়ে খুঁজে নিতে জানে অন্ধকারে ঢেকে থাকা ভবিষ্যতকে।
এই যোদ্ধাদের জয় সর্বত্র
দুর্ভিক্ষের হাতছানি পারেনি এদের দৃঢ়বিশ্বাস টলিয়ে দিতে।
যতবার মানুষ ভেঙে পড়ে
শূন্য হৃদয় নিয়ে ফের জেগে ওঠে,
প্রকৃতির নানা বিপর্যয়ের মাঝে নিজেকে টিকিয়ে রেখে প্রমাণ করে অস্তিত্ব।
বেঁচে থাকার সংগ্রাম নিয়ে অবিরত ছুটে চলে এক অজানা গন্তব্যের দিকে,
লড়াকু মন নিয়ে জয় করে সমস্ত অরাজকতা এবং সব ভ্রান্তিবিলাস ভেঙে মেতে উঠে আগমনী বার্তায়।
মানুষ প্রতিনিয়ত গড়ছে ইতিহাস,
বাঁচার যুদ্ধে সঁপেছে নিজের প্রাণ
দগ্ধ দেহ নিয়ে আগুনকে করছে বিলুপ্ত।
মানুষ শান্তি চায়
চায় মুক্ত এক পৃথিবী
মানুষ চায় জীবনের বাঁচার রসদ
পরিকল্পিত আড়ম্বর জীবন স্রোত তাদেরকে বাধা দিতে পারেনি।
ইতিহাসের পাতার প্রতিটি শব্দে মানুষ অধিকার করেছে তার স্থান,
ছন্নছাড়া নিজেকে সাজিয়ে তুলেছে
এবং সমস্ত বাধাবিপত্তিকে ভেঙে করেছে ছিন্নভিন্ন।
সভ্যতার বশে মানুষ এক বুক স্বপ্ন নিয়ে লড়াই করছে,
অনেক অনেক যুগ ধরে চলছে এই সংগ্রাম।
নিজের অস্তিত্বকে টিকিয়ে রাখতে হেরে যাওয়া সংলাপের ভাষা ছেড়ে মানুষ আজ পরিপূর্ণ যোদ্ধা।
জীবন যুদ্ধের প্রবৃত্তি নিয়েই সবার বেঁচে থাকা,
যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়েই মানুষ বাঁচিয়ে রেখেছে সভ্যতাকে।
এই জীবন যুদ্ধ বাঁচিয়ে রাখবে বর্তমানকে
এবং সন্ধান দেবে এক সুন্দর ভবিষ্যতের।