খুব চেনা একটা শব্দ আমাদের অনেকেরই কাছে, আমাদের অনেকেরই কাছে,
”The person you are trying to reach is speaking to someone else”….
অথচ খুব একটা অভ্যস্ত হয়ে উঠতে পারিনি শব্দটির সাথে,
সময় নাকি সবটা শিখিয়ে দেয় তাও আজ পর্যন্ত মানিয়ে নিতে শিখলাম না শব্দ এই শব্দ গুলোর সাথে,
প্রতিবার প্রিয় মানুষগুলোর সাথে কয়েক মুহূর্ত মুঠোফোনে কাটানোর ইচ্ছেগুলো যেন আস্তে আস্তে মেরে যায় ওই কয়েকটা শব্দ,
তারপর শুরু হয় একটা চাপা আর্তনাদ,
আর আস্তে আস্তে আছড়ে পড়ে মনের গভীরে,
দীর্ঘ সময় যাবৎ অল্প অল্প সঞ্চয় করা প্রিয়জনের এক একটা অবহেলা, অপমান;
জন্ম হয় গভীর সন্দেহের,
এভাবেই কত সম্পর্ক রোজ প্রাণ হারায় মনের চেনা আঁতুড় ঘরে!
সম্পর্কগুলোও আজ শিকার প্রযুক্তির॥