তোমার খোলা চুলের রূপকথা

 

 

তুমি খোলা চুলে আরও বেশি করে আমার…

কালো চুলের মেঘের মতো ঢেউ চেনালে,
স্পর্শ দিলে, ভেজা মাটির গোপন যতনে ;
সামনে যেদিন এসে দাঁড়ালে খোঁপা খুলে,
সেদিন জেনেছিলাম রূপের অন্য এক মানে |

তুমি খোলা চুলে আরও বেশি করে আমার…

ঘাটের পারে যেদিন তোমার কপাল ছুঁয়েছিলাম,
অস্ত যাওয়া বিকেলে – কোমল লালচে আকাশ ।
কালো চুলের কয়েকটা আনাচে কানাচে অভিরাম ,
ঘামে ভিজে লেপ্টে ছিল গাল – চিবুকের আশপাশ ।

তুমি খোলা চুলে আরও বেশি করে আমার…

খোলা চুলের সেই ছবিটা , তুমি মুক্তপানে চেয়ে
পিঠের ওপর নেমে আসা বিশাল তরল ঢাল ,
সেই তো তুমি ! চোখ বুজলে দেখতে পাওয়া মেয়ে ,
চুল যেন নয় তা , মন চুরির অমোঘ বরুণ জাল ৷

তুমি খোলা চুলে আরও বেশি করে আমার…

ডুব দিয়েছি আধার বেলায়, খোলা চুলের বিতস্থায়,
ম্লান হয়েছে রজনী-গোলাপ , সিক্ত কেশীর সুবাসে ৷
প্রেমিকা তোমার কোলে নিবিড় নরম আস্তানায় ,
শায়ীত আমি খোলা চুলের ছায়া শীতল আবেশে ।

তুমি খোলা চুলে আরও বেশি করে আমার…

Facebook Comments Box
Staff Writer

Editorial Team of LaughaLaughi

Recent Posts

Kolkata to Witness B Praak’s Mesmerizing Performance at ‘Kolkata Odyssey’ on October 20th

The vibrant city of Kolkata is set to host an extraordinary musical event as renowned Indian music…

3 weeks ago

Celebrating Friendship and Togetherness with Pujo Pujo Gondho

In a heartwarming ode to friendship and the unifying spirit of Pujo, SVF Brands has…

3 weeks ago

Frustration Turned To Calmness, Thanks To These Websites

The year 2024 has not been what I had planned so far. Everything went downhill.…

2 months ago

SVF Music Unveils April Edition of “Banglar Gaan Indies”

Following the resounding success of the inaugural edition, SVF Musicproudly announces the arrival of the…

6 months ago

Mimi Chakraborty and Nabila to Star Alongside Shakib Khan in ‘Toofan’

Amidst ongoing speculations regarding the leading lady opposite Shakib Khan in the upcoming film 'Toofan',…

7 months ago

Why Does a Rich Chicago Law Firm Keep Suing Indian Tribes?

This article originally appeared in DC Journal: https://dcjournal.com/why-does-a-rich-chicago-law-firm-keep-suing-indian-tribes/ Why does a deep-pockets Chicago law firm keep…

11 months ago