ভেবেছিলাম তোমার প্রেমিক হব

ভেবেছিলাম কোলবালিশ হব,
তোমায় জড়িয়ে রাখব ঘুমের মাঝে;
অশ্রুভরা দু’চোখ তোমার যখন,
মন কেমনে ভিজবো তোমার সাথে॥

ভেবেছিলাম শীতের চাদর হব,
তোমায় নিয়েই সকাল হবে শুরু;
কুয়াশাভেজা রোদ্দুর গায়ে মেখে,
তোমায় নিয়েই থাকবো আমি মেতে॥

ভেবেছিলাম চোখের কাজল হব,
যখন তখন থাকব দুচোখ ভরে;
সুখের ভাগে নাই বা তোমায় পেলাম,
দুঃখ যত সইব তোমার সাথে॥

ভেবেছিলাম লেখার কলম হব,
আমায় দিয়েই গল্প হবে শুরু;
পাতায় পাতায় হাজার প্রেমের ছবি,
নায়িকা হাজার, নায়ক হব অামি॥

ভেবেছিলাম চায়ের কাপ হব,
সকাল বিকেল তোমার ঠোঁটের ছোঁয়া;
ব্যস্ত দিনে হাজার কাজের ভিড়ে,
ধোঁয়ায় মিশে সঙ্গী তোমার রব॥

ভেবেছিলাম শুধুই তোমার হব,
চোখের তারায় আঁকব তোমার ছবি;
আবারও কখনও বৃষ্টি ভেজা রাতে,
গন্ধে তোমার শরীর জুড়োবো আমি॥

Facebook Comments Box
Staff Writer

Editorial Team of LaughaLaughi

Recent Posts

Kolkata to Witness B Praak’s Mesmerizing Performance at ‘Kolkata Odyssey’ on October 20th

The vibrant city of Kolkata is set to host an extraordinary musical event as renowned Indian music…

7 months ago

Celebrating Friendship and Togetherness with Pujo Pujo Gondho

In a heartwarming ode to friendship and the unifying spirit of Pujo, SVF Brands has…

7 months ago

Frustration Turned To Calmness, Thanks To These Websites

The year 2024 has not been what I had planned so far. Everything went downhill.…

8 months ago

SVF Music Unveils April Edition of “Banglar Gaan Indies”

Following the resounding success of the inaugural edition, SVF Musicproudly announces the arrival of the…

1 year ago

Mimi Chakraborty and Nabila to Star Alongside Shakib Khan in ‘Toofan’

Amidst ongoing speculations regarding the leading lady opposite Shakib Khan in the upcoming film 'Toofan',…

1 year ago

Why Does a Rich Chicago Law Firm Keep Suing Indian Tribes?

This article originally appeared in DC Journal: https://dcjournal.com/why-does-a-rich-chicago-law-firm-keep-suing-indian-tribes/ Why does a deep-pockets Chicago law firm keep…

1 year ago