সৃজিত মুখার্জী মানেই সব সময় কিছু এক্সপেরিমেন্টাল, একদম নতুন কিছু। এবারও SVF হাত ধরে আসতে চলেছে তার পরিচালিত প্রেমের ছবি ‘X=Prem,’ সাদা-কালোর ক্যানভাসে যা বলবে চারটি মানুষের জীবনে প্রেম ও সম্পর্কের সমীকরণের গল্প। এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অর্জুন চক্রবর্তীর পাশাপাশি অনিন্দ্য সেনগুপ্ত, মধুরিমা বসাক এবং শ্রুতি দাসকে যারা এই ছবির মধ্য দিয়ে প্রথম বড় পর্দায় আত্মপ্রকাশ করতে চলেছেন।পরিচালক সৃজিত মুখার্জি জানান এই গল্পটি লেখার সময় তিনিও তাঁর ফেলে আসা কলেজ জীবনে ফিরে ফিরে যাচ্ছিলেন হাজারো স্মৃতি ভেসে উঠছিল তার মনের আয়নায় এবং তিনি নিজেকে কাউন্টড্রাকুলার সঙ্গে তুলনা করে বলেন এই ছবিতে এত নতুন মুখ, তাদের তারণ্যের রক্ত দিয়ে এই ছবিতে প্রাণ সঞ্চার করেছেন।
আরো জানান যে প্রেমের রঙ সাদা-কালো হতেপারে এবং বানিজ্যিক দিক থেকেও এটা খানিক অন্যরকম হবার দরুণ দর্শকদের চোখে পরবে। নিখাদ কলেজ প্রেমের গল্প বলবে এই ছবি সঙ্গে থাকবে টুইষ্ট, কী সেই টুইষ্ট তা জানতে হলে দেখতে হবে X=প্রেম। নিঃসন্দেহেই যা আপনাকে নিয়ে যাবে সেই কলেজের ফেলে আসা সোনালি সময়ে এমনই দাবি পরিচালক থেকে অভিনেতা-অভিনেত্রীদের।
তাই এই ছবির প্রচারেও দেখা গেলো পরিচালক সহ X=Prem টিম কে NSHM College থেকে Ashutosh College সহ বিভিন্ন কলেজে ঘুরতে। এমনকি পরিচালক এও জানিয়েছেন কলেজ ছাত্রছাত্রীদের কাছ যে সুন্দর ভালোবাসা পাওয়া যায় তা কোনো বদ্ধ করে Press Conference এ থাকে না, তাই মানুষ সহ সকল কলেজ ছাত্রছাত্রী যাতে এই ছবি দেখে, গান শুনে আনন্দ পায় তাই জন্যই এই ধরনের প্রচারের উদ্যোগ।
The year 2019-2020 was an initial stage in the industry automation and the tech giants…
Kolkata, May 20th: Actor Ayushman Khurrana was present in Miraj Cinemas, Newtown Kolkata to talk…
কালিম্পং - এর বিভিন্ন জায়গায় শুটিং হয়ে গেল "রুদ্র ফিল্ম" প্রযোজিত সাহিন আকতার পরিচালিত "বিদেহী"…
এনক্রিপটেড সিরিজটি দিয়া ও তানিয়া নামের দুই বোনের জীবনকে কেন্দ্র করে আবর্তিত। যেখানে আমরা দেখতে…
জীবনে ব্রেক থাকাটা অত্যন্ত জরুরী। তবে এ ব্রেক ইংরেজি ব্রেক। যার দুটি অর্থ। দুটি অর্থ…
প্রতিটা নারী মনে, একটা মায়ের বসবাস থাকে। প্রতিটা নারী মন, মাতৃত্ববোধ নিয়ে জন্ম নেয়। এই…
This website uses cookies.