fbpx

বিস্বাদ

ভালোবাসা বাঁচে, সময়ের স্রোতে ক্ষত হয় সঞ্চয়
কবির খেয়ালে গনিকার প্রেম নীরবে অমর হয়,
সুরার নেশায় হৃদের আগুনে কেউ পোড়ে, কেউ জ্বলে
বেঁচে থাকবার রসদ মিশছে মৃত্যুর দাবানলে।
কারও সম্বল একমুঠো স্মৃতি কারও বা দুমুঠো ভাত
কারও স্বপ্নের ছেঁড়া চিরকুট খুঁজে নেয় ফুটপাথ,
সন্ধান শুধু একরোখা হয় খুঁজে মরে সবে তারে
ভায়ে ভায়ে আজও খুনোখুনি হয় কাঁটাতার পারাপারে।
ঘুণধরা এই শহরের গায়ে চারিদিকে অন্ধতা,
দিনে দিনে আরও অসভ্য হয় কাঙ্খিত সভ্যতা।।