LaughaLaughi

You Create, We Nurture

Horror

রহস্যে মোড়া পৃথিবী

রহস্যে মোড়া পৃথিবী  মানে ভুতেদের অস্তিত্ব আছে না নেই  সে নিয়ে তর্ক চলতেই থাকে৷ তবে আমরা যে তাদের নিয়ে বেশ কৌতুহলী সেটা বলাই বাহুল্য৷ ভুতের সিনেমা বা ভুতুরে পরিবেশ মানুষ যে দুটোই সমান ভাবে উপভোগ করে তা আর বলার অবকাশ রাখেনা৷ তবে আপনারা কি জানেন এই পৃথিবীতে এমন অনেক স্হান আছে যেখানে ভুত বাবাজিরা বহাল তবিয়তে আছে৷ চলুন দেখা যাক কোন কোন জায়গায় গেলে আমরা ভুত বাবাজিদের দেখা পাব৷

১) চাঙ্গী বিচ,সিঙ্গাপুর -সিঙ্গাপুরের এই বিচে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রায় সহস্র চীনা সৈন্যকে মেরে ফেলা হয়৷ তাই  এখনও এই বিচে কান্নার শব্দ পাওয়া যায়৷

২)ওহিও ইউনিভারসিটি,আমেরিকা- এটি পৃথিবীর মধ্যে অন্যতম ভৌতিক কলেজ ক্যাম্পাস৷ এই  ক্যাম্পাসের মধ্যে পাচটি সমাধি আছে৷ এই ক্যাম্পাসের জেফেরসন হলে ভুতেরা বসবাস করে বলে শোনা যায়৷

৩)ক্যাটাকম্বস,প্যারিস – প্যারিস কে স্বপ্নের দেশ হিসেবেই জানে সবাই ক্যাটাকম্বসেইক্যাটাকম্বসেই অসংখ্য মাথার খুলির ছবি আমরা পাই৷ পর্যটকরা প্রায়ই অনেক অদৃশ্য ঘটনা দেখেছেন৷ কিছু মানুষ অন্ধকার করিডরে গিয়ে আর ফিরে আসেননি৷

৪)গ্রেফ্রিয়ার কির্ক গ্রেভ,স্কটল্যান্ড -কথিত আছে এটি সবথেকে বড় কবরস্হান৷ এই কবর স্হানটির নাম গ্রেফ্রিয়ার হওয়ার  গ্রেফিয়ার নামক একজন কুকুর তার মৃত্যুর ১৭ বছর পরেও তার মনিবকে পাহারা দিয়ে গেছে৷ গভীর রাতে মানুষ বিভিন্ন শব্দ শুনতে পায়৷ এখানে ঘুরতে আসা মানুষের উপরও অজান্তে কিল চড় ঘুষি পড়ে৷

৫) আওকিগাহারা ফরেস্ট, জাপান –  এই ফরেস্টের আরেকটা নাম শুনলে আপনার পিলে চমকাতে বাধ্য৷ “One of the seven gates of hell” আজ্ঞে হ্যাঁ নরকের একটি দ্বার৷ অনেকে আবার একে “Suicide Squad” ও বলেন৷ আজ অবধি এই বন থেকে কেউ বেচে ফিরতে পারেনি এমন কি মৃতদেহর ও খোঁজ মেলেনি৷

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi