fbpx

ভানগড় দুর্গ – ভারতের সবচেয়ে ভয়ংকর জায়গা

” ভানগড় দুর্গ ” – এটি হলো ভারতের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা যেটাকে ভারত সরকার পর্যন্ত ” Haunted Place ” এর তকমা দিয়েছে।

কিন্তু কেন ভানগড় দুর্গ টুরিস্ট দের ঘোরার একটি অন্যতম জায়গা হওয়া সত্ত্বেও এত ভয়ঙ্কর?

শরিফ কা টাইগার রিজার্ভের পাশে অবস্থিত আরাবলি পর্বতের উপর গড়ে ওঠে ভানগড় দুর্গ।

একটি তৈরি হয়েছিল 1613 খ্রিস্টাব্দে মধো সিং এর মাধ্যমে।

17 দশকের এই দুর্গে সব সময় কিছু না কিছু ভৌতিক ব্যাপার বা ঘটনা ঘটে চলে। যারা যারা এই দুর্গ রেগে আছেন অথবা যারা এর আশেপাশে থাকেন তারা সব সময় এই দুর্গে ব্যাপারে কোন না কোন ভৌতিক বর্ণনা দিয়েছেন।

অনেকেই মনে করেন এই দুর্গের আশেপাশে অথবা এই দুর্গের ভেতরে কোন আত্মা বা ভুত ঘোরাফেরা করে।

 

Leave a Reply