LaughaLaughi

You Create, We Nurture

Special Story

স্বাধীনতা

আকাশ চুম্বি অট্টালিকা,
দোতলার ঘরে সদ্য চোখ খোলা বাচ্চাটা,
ভেবেছিল আজ ছুটি কঠিন অঙ্ক গুলো থেকে
ছুটি রবি দাদু ,নজরুল জেঠু , WORDSWARTH UNCLE এর থেকে ।
এক ছুটে মন গেছিল মাঠে,
সবে ব্যাট হাতে opening করতে নামবে
আর মায়ের হুঙ্কার,
math’s আর বাংলা পড়াগুলো বাকি-
উফ আজ নাকি স্বাধীনতা
আমার নয় এটা তোমার স্বাধীনতা
তোমারি থাক |
নিচে চা-এর দোকানের ছেলেটা ভেবেছিল,
আজ উনুন জ্বালাতে হবেনা-
আজ স্বাধীন হওয়ার দিন ,
চেটে-পুটে উপভোগ করবে স্বাধীনতা
একটু পরেই কালুদার চিত্কার ,
“উনুন কি তোর্ বাপ জ্বালবে হারামজাদা ?”
উফ আজ নাকি স্বাধীনতা,
আমার নয় এটা তোমার স্বাধীনতা- তোমারি থাক |
মল্লিক দাদু নাকি সুভাষ জেঠুর কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছিল ,
এই দিনটা দেখার আশায় ,
খুশির দিনে মেয়ে জামাইকে ডেকে খাওয়াবেন-
হবে ফুর্তি আর ওই দেশ্ভক্তির গল্প!
আর নাতির সাথে জমাটি আড্ডা |
মেয়ে বলে দিয়েছে,ওসব হবেনা !
অনেক পড়া বাকি school এর-
দাদু ভাবে কি জন্য এই দিনটা ?
সবাই ব্যাস্ত বাপরে!
রক্ত ঝরা বিপ্লবের দাম বলতে সরকারী school এ জাতীয় সঙ্গীত , আর একমুঠো বোঁদে,
এ কার স্বাধীনতা ?
আমার তো নয়
হা হা হা হা! আজ নাকি স্বাধীনতা ??
হাসছে দেখো তিরাঙ্গা ,
আমার নয় এটা তোমার স্বাধীনতা , তোমারি থাক||

Facebook Comments Box
Editorial Team of LaughaLaughi