LaughaLaughi

You Create, We Nurture

Special Story

শূন্যতা

শূন্যতার বহমানতায়
আমি আজ ক্লান্ত,
তাই নির্জনতাকে বুকে আগলে রেখেছি;
দুঃস্বপ্নের উত্তাপে সুখস্বপ্ন ভস্মীভূত৷

ন্যাড়া বটবৃক্ষ স্থলেও বসার জো নেই,
সূর্যদেব জ্বলে ওঠে৷
কষ্টগুলো তাই পাথরচাপা;
মাঝেমাঝে বালি ফুঁড়ে
মাথা উঁচু করে ফণীমনসা৷
শুষ্ক মরুভূমির বালুঝড়ে
কাঙ্খিত আশা ক্ষতিগ্রস্থ;
কন্টকাঘাতে ক্ষতবিক্ষত দেহ
তবু নির্মীয়মাণ,
শুধু খোঁচাতেই মু ক্লান্ত৷

আসন্ন লাল সংকেতের সাদর সম্ভাষণ,
বহ্নিশিখার গোগ্রাসে আমার অন্তিমাসন৷
আমি সেই লগ্নভ্রষ্টা পতিতা যার
শেষোক্তির পথও ইতি-শূন্যতা৷⁠⁠⁠⁠

Facebook Comments Box
Editorial Team of LaughaLaughi