LaughaLaughi

You Create, We Nurture

Special Story

খোলা চিঠি

dear মাম্মাম,
আজ অনেকদিন পর তোমায় মাম্মাম বলে ডাকলাম৷ তুমিই ছোটবেলায় আমায় মাম্মাম বলতে শিখিয়েছিলে৷ আমি আদো আদো গলায় তোমায় মাম্মাম বলে ডাকতাম৷ তুমি বুঝতে পেরেছিলে যে নাচ করতে আমি খুব ভালোবাসি তাই নাচের স্কুলে ভর্তি করে দিয়েছিলে৷ আমি যেদিন প্রথম স্টেজে উঠেছিলাম সেদিন তুমি আমায় সাজিয়ে দিয়েছিলে৷ আমার থেকে তুমি বেশী চিন্তিত ছিলে৷ যখন সবাই আমার প্রশংসা করছিল তোমার মুখটা হাসিতে ভরে যাচ্ছিল৷ কিন্তু এরপর থেকেই দেখতাম তুমি এই বাড়িতে বড্ড একা৷ তারপরই উকিল কাকু আমায় জিজ্ঞাসা করেছিল “কোথায় থাকতে চাও তুমি?” আমি কিছু বুঝে ওঠার আগেই তুমি বুনাই এর হাত ধরে চলে গেলে৷ আমি তোমাদের পিছন পিছন অনেকটা এসেছিলাম কিন্তু তার আগেই তোমার গাড়ি তোমাদের নিয়ে ছুটে বেড়িয়েগেল৷ তারপর থেকে চৌদ্দটা বছর কেটে গেছে৷ দু একবার আমাদের ফর্মাল দেখা ও হয়েছে৷ কিন্তু আগের মতোন টান অনুভব করিনি৷ স্কুল পেরিয়ে কলেজে যখন এলাম তখনও দেখতাম যে বন্ধুর মায়েরা পরীক্ষার কদিন তার মায়ের সাথে আসে৷ কোনো সমস্যা হলে তার সমাধান খোঁজে মায়ের কাছে৷ কিন্তু আমায় সব একা করতে হত৷ রাতের পর রাত কাদলেও পরের সকালে হাসিমুখে দাড়াতে হত৷ আমার দুঃখ কষ্ট সারাজীবন আমি একা সহ্য করেছি৷ আজ তোমরা থাকা সত্ত্বেও আমি অনেক দুরের৷ তোমায় শুধু একটাই প্রশ্ন তোমাদের দুজনের ইগোর কাছে আমাদের কী বলি করার খুব দরকার ছিল? দেখেছ এখনও কেমন ভুলোমন রয়ে গেছি৷ আজ তো মাদার্স ডে৷ তাই আমার প্রনাম নিও৷

ইতি তোমার অলি⁠⁠⁠⁠

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi