LaughaLaughi

You Create, We Nurture

Special Story

স্মরণে সত্যজিত

লাফালাফির বর্ষ-পূর্তি। আর নতুন কিছু একটা হবেনা তাই হয়? আজকে আমাদের ঠিকানা ২১,রজনী সেন রোড,কলকাতা-২৯। আপনাদের সামনে তুলে ধরব লাফালাফির সাথে ফেলুদার কিছু কথোপকথন।

লিখছে – শয়তান
লাফা-লাফি: লাফালাফি তরফ থেকে কিন্তু আপনার ইন্টারভিউ নিতে আসিনি,এসেছি আপনার সাথে নিছক আড্ডা মারতে।আশা করি আমাকে নিরাশ করবেননা।তবে আড্ডার আগে সমস্ত পাঠক এবং লাফালাফির তরফ থেকে আপনাকে জানায় অশেষ কৃতজ্ঞতা এবং ভালবাসা বিগত কয়েক দশক ধরে আমাদের এক অজানা আনন্দে মজিয়ে রাখার জন্য।
ফেলুদা(একটু হেসে): বল কি হে ছোকরা! তোমাদের জেনারেসন আজকাল বাংলা বই-টই পড়ে?আমিতো জানতাম ইংরাজীতেই মজে এখন সবাই।তাও আবার পি.ডি.এফ পড়ে।
লাফালাফি: কি বলছেন ফেলুদা?আপনি বাঙালির ল্যান্ড মার্ক।আপনার সম্পর্কে জানেনা এরকম বঙ্গ সন্তান পাওয়া দুষ্কর।
ফেলুদা:বটে?মানছ তাহলে যে প্রদোষ.সি.মিটার এখনো সেরা?
লাফালাফি-না মেনে উপায় আছে?
ফেলুদা: তবে যায় বল ভাই,আমাকে নিয়ে পাগলামির আঁচটা এখন আর তেমন উপভোগ করিনা।
লাফালাফি:আখ্ক্ষেপ করছেন?
ফেলুদা(একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে): আখ্ক্ষেপ নয়,আসল ব্যাপারটা হলো এক্সপেকটেশন! মানিকদা এমন একটা জায়গায় আমাকে পৌঁছে দিয়ে হটাত করে চলে গেলেন যে আর কিছু বলার নেই। ওই সময় মানুষের এত ভালবাসা পেয়েছি তা বলে বোঝানো সম্ভব নয়। চাহিদা তখন তুঙ্গে ছিল, তাই এই সময়টা বড় ফাঁকা লাগে।যায় হোক ওসব কথা ছাড়ো,(বিখ্যাত চার মিনারের কমলা রঙের প্যাকেটটা বাড়িয়ে দিয়ে)সিগারেট চলে?
লাফালাফি: নাহ ! ধন্যবাদ। তা এখন আপনার গোয়েন্দা গিরি কেমন চলছে?
ফেলুদা(বিরক্ত হয়ে): গোয়েন্দা গিরি?ধুর! কবে ছেড়ে দিয়েছি।আজকাল আর তেমন জাঁদরেল চোর,খুনি আছে নাকি?
ছিচকে রেপিস্টে গোটা দেশ ভরে গেছে।মনে হয় দি এক একটা কে ধরে রাম ধোলাই।ভাগ্য ভালো আমার পাল্লায় পরেনি নিলে আচ্ছা করে মজা দেখাতাম।এদের ধরতে গেলে মগজাস্ত্রের প্রয়োগ দরকার নেই,দরকার আসল আসল অস্ত্রের।
লাফালাফি: এই বুড়ো হাড় নিয়ে লড়বেন বলছেন?ব্যাপারটা রিস্কি হয়ে যাবেনা?
ফেলুদা: কেন হে ছোকরা?রিস্কি কেন হবে? ও আচ্ছা ! বয়স হয়েছে বলে বলছ?সিলভেস্টার স্ত্যালন,আর্নল্ড এরা যখন মারামারি করে,ছাদের ওপর থেকে ঝাঁপ দিয়ে নায়িকা কে শত্রুর হাত থেকে বাঁচায় তখন তো বেশ পপকর্ন আর ঠান্ডা পানীয় সহযোগে গিলতে থাকো তখন সেই বাড়াবাড়িটা নিতে কষ্ট হয়না? যেহেতু আমরা দেশী মাল তায় আমাদের বয়স হলে “বাবা,কাকা,জেঠু” এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে তাইত?
লাফালাফি : না না !আপনি ভুল ভাবছেন।
(তপেশ-দার প্রবেশ,সাথে চায়ের ট্রে,মিষ্টি,সিঙ্গারা ) এসে গেছি,এই নাও ভাই চা খাও,চাকরটি কয়েকদিন হলো ছুটি নিয়েছে তাই আমিই বানালাম।আগে একটু খেয়ে নাও তারপর শুরু কোরো আবার তোমরা।

পুনশ: (শ্রদ্ধেয় মানিক দা এবং তাঁর অমর সৃষ্টি ফেলুদা,তপেশ ও লালমোহন বাবু দের জানায় সহস্র কোটি প্রনাম।নিছক কাল্পনিক কথোপকথন।কোনো ব্যক্তি যদি এর মধ্যে ভুল খোঁজার চেষ্টা করেন তাহলে?উপকৃত হব।মজা নিন বা ছড়িয়ে দিন।যা ইচ্ছে করুন,তাতে বিশেষ আপত্তি নেই।আমি এবং আমাদের সমস্ত সদস্য বৃন্দ যথেষ্ট শ্রদ্ধাশীল সত্যজিত রে- মহাশয়ের প্রতি। )
বিরতি (ক্রমশ)

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi