LaughaLaughi

You Create, We Nurture

Special Story

প্রিয় থেকে অপ্রিয় হয়ে ওঠা


আমাদের সবার জীবনে অনেক কথা থাকে ,যেগুলো যাকে বলতে চাই তাকে বাদ দিয়ে প্রায় সবাইকেই বলা হয়ে যায়।

কাছের মানুষকে হারানোর ভয়েই হোক বা নিজের image ধরে রাখতে সবাই আজকাল মন রাখার মতোই কথা বলে।

প্রিয় থেকে অপ্রিয় হওয়ার Journey টা মনে হয় খুবই সহজ । তবে জীবনে কিছু মানুষ থাকে তাদের জন্য হয়তো এটা কঠিন।

আজকের লেখাটা ও প্রাক্তনকে নিয়ে যার এই “প্রিয়তম” থেকে “disgusting” হতে পাঁচ বছর সময় লেগে গেছিলো। কত কসরত্ করতে হয়েছে তাকে।

আমার যখন কবিতা লিখতে ইচ্ছে করতো তুমি just একটা তুচ্ছ হাসি ছুঁড়ে দিয়ে বলতে,” টাকা এনে দেবে এই ন্যাকামো গুলো?”

মোট কথা আমার ভালোলাগার প্রতিটি বিষয় তোমার কাছে allergic element। এ কি সবার দ্বারা সম্ভব ? একমাত্র তুমি পারতে আমার কান্না ভেজা রাতের দাম দিতে। যা ছিলো হাসিতে ফেটে পড়া আর কিছু কটাক্ষ।

যখন তোমার ঠোঁট শরীর ছুঁতো, আমি তো ভাবতাম কতই না ভালোবাসো! পরে তুমিই বলেছিলে “this is just a refreshment”
এগুলো সবাই পারে?

তুমি পেরেছো। হ্যাঁ হ্যাঁ তুমিই পেরেছো ভালোবাসা কে বিষাক্ত করতে । পবিত্র বন্ধুত্বকে নোংরামির তকমা দিতে। ঘুমে ঢুলে পড়া মেয়েটার চোখকে মিথ্যে বলতে।

তুমি আমার কাছে আজ অসম্ভব রকমের বিরক্তিকর বস্তু। কিন্তু এটা একদিনে তো হয় না। মাসের পর মাস ধরে তুমি প্রানপণ চেষ্টা করে গেছো খারাপ হওয়ার ,অনুভুতি গুলোকে গলা টিপে মেরে ফেলার আর আমার ইচ্ছেগুলোকে শেষ করে যন্ত্রে পরিণত করার।

আজ তুমি তবুও ব্যর্থ। বাঁধতে তো পারোনি আমায়। তবে আমি বলবো আংশিক সফলও তুমি ।সবচেয়ে প্রিয় মানুষ থেকে আজ আমার জীবনে বর্জ্য পদার্থ হতে পেরেছো যেটার জন্য পাঁচ টা বছর মেহনত করলে।

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi