fbpx

এক মুহূর্তের আলাপ

এক মুহুর্তের আলাপে

সময় থাকে খানিকটা ছিঁড়ে আনা টুকরোর মতো

কে জানে কোথায় উড়ে যায় তারা

এক মূহুর্তের আলাপে থাকে কিছু অবিন্যস্ত বাক্যের গরিমা

কী হবে জেনে তাতে কী শব্দ থাকে

সে তো শুধু দূরত্বের ধ্বজা

যার কোনো দেহ নেই না আছে কোনো আকার

এই একমুহুর্ত আলাপ গুলো অনেক সময় বহুদূর গড়ায়

বিভ্রান্ত হয় হৃদয়ের অন্তরে অচিন পুরের রাস্তা

গায়ে লেগে থাকে শুধু সূর্যাস্তের কাছে ধার করা কিছু আলো

 

 

Nibedita Saha

pursuing Mca love to draw lifeline is book

Leave a Reply