LaughaLaughi

You Create, We Nurture

Recreation

আজব দেশ

মাথার ওপর ঘুরছে পাখা

চারিপাশে শহর ফাঁকা

সহিষ্ণুতা বড্ড হেয়,

সবই দেখি কাকতালীয় |

 

মুখ খুললেই তো বিপদ

অভিব্যক্তির দিন শেষ

গাছপালার জড়তা কিন্তু,

লাগছে আমার এখন বেশ |

 

একপাল ভেড়া গদিতে বসে

আস্ত গিলছে আমাদের রোজ,

পাঁঠা – মুরগি আর জমছিল না…

তাই তো এমন ভুঁড়িভোজ |

 

এর ওপরে বাজেটের ছোঁয়া,

নুন আনতে পান্তা খতম

হা-হুতাশের পাল্লা ভারী,

মুখোশের আড়ালে সেন্টিমেন্ট জখম |

 

সাধারণের দুঃখ , গ্লানি

সবমিলিয়ে বড্ড হয়রানি,

সত্যি সেলুকাস ! কি বিচিত্র এই দেশ,

কবে বদলাবে ! কি জানি |

 

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi