fbpx

তথাগত

আর কতদিন চুপ করে তথাগত?
কতদিন আর বাঁচার তাগিদে
বাঁচব আমরা একলা নিভৃতে
কতদিন আর ভরসা চাদরে
চুমু খেয়ে যাওয়া মৃত্যু আদরে
ঢাকতে চাইব অথবা ঢাকব
কঙ্কালসার সমাজের এই ক্ষত!!!

আল্লাহ কি শোন শুধুই আজান সুর?
তোমার নামেই জেহাদ চলছে
নিরপরাধ মানুষ জ্বলছে ,দায় স্বীকারের
সততা বলছে “হ্যাঁ আমরা করেছি খুন”
শিশুর কফিনে পেরেক ঠুকছে
লক্ষ মায়ের কান্না উঠছে, তাও কি শোননা
তোমার বাসা কি সত্যি এতই দূর!!!

 

Leave a Reply