LaughaLaughi

You Create, We Nurture

Romantic

এক বসন্ত প্রেম

বসন্ত শুরু হয়েছিল তোর থেকে,
সারপ্রাইজ পাওয়ার কথা শুনে,
তারপর সে চমক চলতেই লাগল…
কখনও পরীক্ষার পর কিংবা,
বসন্তোৎসব এ যাওয়ার আগে;
যেন সব চাওয়া-পাওয়াগুলো পূরণ হল
কিছু অনন্য উপায়ে…

সেদিন যখন ব্যাগ হাতড়ে কুড়িয়ে আনা,
পলাশ দুটো বের করলি,
না পলাশ নয়! পলাশ নামে
বসন্ত আনলি আমার কাছে;
মনে হল তোর আনা পলাশের স্পর্শে,
জীবনের এই প্রথম বসন্ত বুঝি সত্যিই রঙিন হল।
তোর নিবিড় চোখের অদ্ভুত স্নিগ্ধতা আর
গায়ের গন্ধে আবিষ্ট করে ধীর স্বরে বলা,
“ভালোবাসি, তোকে বড্ড ভালোবাসি…”
সেই মুহূর্তে…
হালকা লাল রঙের বড় পলাশ যেন,
হাতের মুঠোয় একরাশ বসন্ত এনে দিল…

আর সেদিন যখন হঠাৎ ফোন করে,
“মে আই কাম ইন” বলে দরজার সামনে এলি;
সাদা পাঞ্জাবি আর কালো চশমার মিশেলে,
তোর মুখ দমকা হাওয়ায় ভাসালো আমাকে।
আমার কপালের টিপে তোর আবিরের,
হালকা ছোঁয়ায় প্রথম রঙ পেল এই বসন্ত।
গালের লাল হলুদ আবির যেন
তোর পরশে জীবন্ত হয়ে উঠল।
আলতো করে জড়িয়ে ধরে,
তোর ঠোঁটের আলতো ছোঁয়া;
এক বসন্তেও বর্ষা নিয়ে এল।

এ জীবনের সব বসন্তে তোর হিয়া
না হয় থাকল তার হৃদয়ের কাছে,
আর তুই থাক আমার বিতান হয়ে,
এ মনের মাঝে।।

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi