LaughaLaughi

You Create, We Nurture

Romantic

ভাষা ও রঙ

ভাষার বড্ড অহঙ্কার,
প্রকাশ করে প্রতিবাদ,
গলা চিড়ে, কখনোবা লেখনীতে,
তীব্র সোচ্চারে, ধ্রুপদী ধাঁচে।
মনের মিলে,  মনের কাছে।

রঙটা বড্ড আঠালো,
কেমন যেন মিশিয়ে থাকে,
উঠেও ওঠে না,
কেউ লাগাতেও চায় না।
দাগের ভয়ে।
সেই মোটা দাগের।।
কিন্তু রঙের বৈচিত্র্য অনেক।

যেমন ধরো রঙমিলান্তি খেলায়,
কিম্বা ধরো ভাষা যখন মিশে যায় রঙে।
প্রতিবাদ গুলো রঙীন হয়ে ওঠে।
তুলির টানে,
জীবন ওঠে রঙীন হয়ে।
তেমনই ভাষাও হয় রঙীন।
যখন হক কথা বলবার সোচ্চার,
রঙের ছোঁয়ায় হারিয়ে যায়।।

তুমি বোধহয় ভাবলে
কি করে হয় তা।
বলি তবে,
আমি তো ছিলাম এক দুনিয়ায়,
যেখানে স্বপ্ন গড়ে,
হাসতে শেখায়, গাইতে শেখায়
কলতানে পাখিরা,কিংবা
কুঞ্জবনে প্রজাপতিরা উড়ন্ত সৌন্দর্যে,
ভরিয়ে দেয়।
সঙ্গ সুখে, ভবিষ্যৎ এর পানে।
নিজের জন্যে বাঁচায়,
নিজেকে নিয়ে।।
শুধু সেখানে রঙীন হলেও
ভাষা নেই।
নেই কোন হক কথা,
নেই সেথা সব জনতা।
শুধু নিজেকে নিয়ে
নিজেকে ঘিরে।।
আত্মকেন্দ্রিকতা, ভালো থাকার খোঁজে।
সেথা ভাষা শুধু নিজেকে বোঝে।।

তুমি ভাবছ সেথাই তো
ছিলাম মোরা বেশ।
আমি ছিলাম তোমার সাথে,
একটা একটা স্বপ্নের,
মায়াজাল বুনতে বুনতে।
জমাট বাঁধা সাজানো দুনিয়ায়।
হাতটি ধরে নিশ্চুপ শান্তিতে,
আদি ও অকৃত্রিম উদাসীনতা।
সেথা বিরাজ করে।
সেথায় নাকি প্রেম আছে,
শখ আছে, আহ্লাদ আছে।
মনোমালিন্য আছে আবার
তার সমাপ্তিও আছে।
তাকে নাকি কয় স্বাভবিকতা।
অনেক রঙের মাঝে নিশ্চুপ শান্তি।
বলো তা আর পাবে কোথা?

আমি বলি
প্রেম থাকলেও ভালোবাসা কি
আছে সেথা?
নিশ্চুপ হলেও ভাষার প্রকাশ
আছে কি সেথা?
বেঁচে তবে কি লাভ সেথা?

আমার চেতনা শিক্ষা দেয়,
আমার এই বেরঙ দুনিয়াও
রঙীন হয়।
মোটা রঙের দাগের মাঝেও
সেথা ভাষা প্রকাশ করে।
প্রতিবাদ।  জানায় সংহতি।
নিজেকে নিয়ে বাঁচা নয়।
নয় আত্মকেন্দ্রিকতা।।
নয় সেথা হাজার লোকের ভিড়ে
হারিয়ে যাওয়া হৃদয়ের ঠিকানা।
সেথা ভালবাসা লাল গোলাপে
ফোঁটে রক্ত দিয়ে, জীবন দিয়ে।
বাঁচার তাগিদে।।
নিজে নয় অপরকে নিয়ে।।
সেথা আছে মোর ভাষা।
হয়ত সেথা রঙ লেগেছে।
তবু হক কথা সোচ্চারে
বলবার অধিকারে,
অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াইতে।

অহমীকা, ভাষার অহমীকা।
ফোটে সেথা।
সেথা হাজারো রঙে
মিশে থাকে একটাই রঙ।
বুকের রক্ত দিয়ে।
সেথা লেখা থাকে তোমার প্রতি
আমার ভালোবাসা।
একটাই রঙে।।
সেই ভালোবাসা, প্রেম নয়।।
হয়ত বা অপ্রেম ও।।
ভিড়ে হারিয়ে যাওয়া নয়,
এ ভাষা শেখায় অনন্যতা।
আমার ভাষা ভালবাসা।
আমার রঙ মনের রঙ।
মিলিয়ে দিলাম আজ।।

ভবিষ্যৎ হয়ত অন্ধকারের গহনতায়
হাতরাচ্ছে করজোড়ে,তবুও রঙীন।
নিজেকে নিয়ে নয়।

এটাও পড়ুন: বিষয়ের বোঝা

আমার ভাষায় আমি স্বপ্ন দেখি,
দিনদুপুরে দিনবদলের।
আমি যে দেখি স্বপ্ন
সেই রঙীন দিনের।।
আশায়, ভরসায়, ভালোবাসায়।
প্রনয় ভরা নিশ্বাসে,
অধিকারের জন্ম হয়।
সেই অধিকার যা ছিনিয়ে নেওয়ার।
হক কথা সোচ্চারে বলবার অধিকার।

ভাষার সত্যি বড্ড অহঙ্কার।
মনের ভিতর গোপনে সে বাঁধে বাসা।
প্রকাশ পায় অতর্কিতে ভালবাসায়।।

– অপরিচিত সর্বজিত

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi