LaughaLaughi

You Create, We Nurture

Romantic

বন্ধন ও পারিজাত

যদি রাখতে কোনও বন্ধন

আলগা হোক বা দৃঢ়,

ছিন্ন করে দিতেম আমি,

হৃদয় জোড়া পাথর চেপেও

দিতেম হতে বিচ্ছেদ।

কিন্তু কোনও বন্ধন যে নেই,

তাই তো জানি না কেমনে

দিতে হয় বিচ্ছেদ,

সত্যিই কি বিচ্ছেদ হয় সম্ভব?

যতই না থাকুক বন্ধন তবু,

যায় কি এভাবে দূরে সরিয়ে?

 

মিথ্যা কল্পনা, কঠোর বাস্তবতা,

মিথ্যে বলেছি শতবার নিজেকে,

আমি যে সত্যিই করেছি প্রত্যাশা,

প্রতিটি বার, 

যতবার টেনেছ তুমি মোরে কাছে,

আমি চেয়েছি নতুন বন্ধন।

কেনই বা টানলে কাছে?

ভুল তো নহে কেবলি আমার,

এ মায়া জড়ানো শহর জানে,

আমাদের নিশ্বাসের ছন্দ,

ওই নদীর পাড়, ওই দীঘির ধার,

পড়ন্ত বিকেলের সূর্য্য আর রঙীন মেঘ,

জানে তোমার প্রতিটি স্পর্শের নেশা,

আমার লেখা কাব্য কল্পনায়, 

সাজাই বন্ধন।

ওই জলযানের পাটাতন জানে

আমার আকুতি।

তবু যদি আজ যাও,

পরিচিত কোনও ডাকে সাড়া দিতে,

তবু যদি চাও

অন্য কারর গল্পের নায়িকা হতে,

যদি পড়ে টান

তোমার অন্য কোনো বন্ধনে,

আমি তবে বলি, যেও প্রিয়তমা।

খালি অনুরোধ একটি,

চেয়ো না  বিচ্ছেদ এ মনে,

শুধু পারলে দিও সুযোগ বন্ধন গড়ার।

সব টুকু দিয়েছি সঁপে সযতনে তোমায়,

আর কয়েওনা মোরে স্বার্থপর,

তোমার খুশিতেই যে আমি খুশি।

আমার যে নেই কোনও অধিকার,

তোমাকে ভাল রাখার।।

আর‌ও পড়ুন: কাদম্বরী দেবীর শেষ চিঠি -এ

আবারো ভিজিয়ে দিয়ে যায় শার্সি, 

স্মৃতির বৃষ্টি মন খারাপের মেঘে

বয়ে আনে যন্ত্রনার বাতাস

কালো ফিঙের হাতছানি

ভুলিয়ে দেয় নাম,

মনে রাখে কেবল আমরা বন্ধন বিহীন।

কথা গুলি ভেসে যায় বহুদূর।

মনের পিঞ্জরে কেবল আজ বাজে

 সেই অপরারাহ্নের করুণ রাগ,

হয়ত সেই সরোবর পাড় জুড়ে,

রোজ ভিড় জমায় আমাদের মতই

কত শত বন্ধন বিহীন সম্পর্কহীনেরা,

মনের কোনের খোঁজ কেউ রাখে না। 

কেবল অপরাহ্ন আর সরোবর 

থেকে যায় সাক্ষী আমাদের কলতানের।

তবু ফিরে যাওয়া যাক

সেই বাস্পীভূত উষ্মা জাগানো সন্ধেতে,

সেথা সূত্র খোঁজে গৃহহীন চিত্ত।

আর…. বাকিটা উহ্য প্রত্যানীক বার্তা,

ব্যার্থ আমার বন্ধন প্রার্থনারা

আচ্ছা মনে পড়ে কী আমার কথা

অযথা অপলকে?

হয়তবা আনমনে, কখনো ভেসে আসা সুরে?

বোধহয় পড়ে না।

হয়ত এটাই ভবিতব্য, নিলাম মেনে।

এবার হোক প্রত্যয়

আর নয় কোন প্রনয়ের গান।

ভাঙতে ভাঙতে গেছি চূর্ন হয়ে,

ভেঙেছে আশা নতুন বন্ধনের

আর নয় কোন অনুনয়,

নয় ভিক্ষা,প্রত্যাশা,

নয় উপেক্ষার মেঘ

চাই না একফোঁটাও ভালবাসার বারিধারা

তুমি না হয় থেকো অন্য কারও সাথে

আমি না হয় পারিজাত হয়েই

পড়ি ঝড়ে বারবার সূর্যোদয়ে।।।

 

– অপরিচিত সর্বজিত

চিত্রাঙ্কনে : অপরিচিত সর্বজিত

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi