fbpx

বছর শেষের শীতের মরশুম

কুয়াশা ভেজা

শীতের সকাল,

ঘুম জড়ানো চোখ

বেলা বাড়লে

হালকা রোদে

দিনের শুরু হোক।

ঘুরতে যাওয়া

খাওয়া দাওয়া,

পিকনিক, হইহুল্লোর

এসব নিয়েই জমাজমাটি

শীতের দুপুর রোদ

কফির চুমুক

বিকেলবেলা,

সন্ধ্যে পথে

বাড়ি ফেরা।

আনন্দের মুহূর্তরা

বন্দী থাকুক ফ্রেমে,

দিনগুলো হোক সুন্দর

এরমকই শীতের মরশুমে ।।

Leave a Reply