LaughaLaughi

You Create, We Nurture

Emotional

স্বপ্ন বনাম ইচ্ছে

স্বপ্ন বনাম ইচ্ছে

একলা হয়ে চলতে থাকে আমার ঘোড়-দৌড়ের জীবন

সকাল থেকে রাত ব্যস্ত , খুঁজতে অর্থে সুখের আস্তরন

কলকাতার ভিড়ে হাজার মুখের এক খানা হল আমার

বাস ট্রাম মেট্রোর একটা গন্ধ ঘামের , আমার জামার

শহর জুড়ে দৌড়াচ্ছি আমি , আমার মত আরও অনেক লোক

মনুমেন্টে উঠলে দেখবে , আমার মতন আরও অনেক চোখ

 

চোখ গুলোয় স্বপ্ন খুব অসাধারন কিছু নয় , কিনতু দামী

এক খানা ২ BHK ফ্ল্যাট রাজারহাটের , আর ইম্পোর্টেড গাড়ী

জীবন টা খুব সাধারন , ডালহৌসি কিম্বা সল্টলেকের একটা অফিস

১২ ঘণ্টার শেষে ভাঙ্গাচোরা নীল হলুদ বাসে ঠাসা ভিড়ে “আস্তে বাচ্ছা,আস্তে লেডিস”

মাসের শেষে সেই একটা ই অপেক্ষা , কবে আসবে ১ তারিখ ?

টাকা হাতে নিয়ে ভাববো এবার পুজোয় Sure মিউনিখ কিম্বা জুরিখ

 

এই স্বপ্ন গুলো নিয়ে ই কেটে যাচ্ছে কয়েক কোটি মানুষের জীবন

এটা হয়তো নিজের স্বপ্নের স্মৃতির প্রতি একটা শ্রদ্ধা জ্ঞাপন

এই সকলের ভিড়ের মধ্যেই ছিল প্রচুর প্রতিভা , নতুন কিছু করার

কিন্তু বাঙ্গালী জীবন চাকরির খোঁজে , ফলে এখন সময় প্রতিভার মরার

গ্ল্যামার , খ্যাতি এসব দিয়ে স্বপ্ন গুলো হবে না পূর্ণ

তাই স্বপ্ন গুলো ভুলে চলুক চাকরি জীবন , বাকি সব হক চূর্ণ

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi