LaughaLaughi

You Create, We Nurture

Emotional

অভিমানী অভিমান

অভিমানী মন পোড়ায় আজ জুঁই ফুলের গন্ধরা
আঁকি বুকি কাটছে সব নিরুত্তাপ  কবিতারা
ক্লান্ত হয় সব  মনখারাপ  ঘুমের দেশে এলে
বসি আমি তখন শান্ত মনে হলুদ ডানাটি মেলে
অন্ধ আবেগে  কত রাত জেগে ডাকি তোমায় আমি মনখারাপের বেশে
ব্যর্থ হয় প্রচেষ্টারা, আবেগ গিয়ে অভিমানে  ধূলোয় মেশে

মনকে বোঝাই, কত কী যে ছাই, অভিমানী অনুভূতির চাপে হয়েছি একা
জাগে শুধু সংশয় , জীবনে পাবো না কী কভুও তোমার দেখা??
রাত নিঃঝুম ,ভেসে আসে শুধু পাহারাওয়ালার বাঁশি
অমলিন হয়ে আছে এখনো  সেই মনভোলানো হাসি
কুয়াশার আঁধারে অভিমানী অভিযোগেরা সব ঝড় তোলে বিদ্রোহীর সুরে
একলা আকাশ তখন ঝরায় অশ্রু মন খারাপের ক্লান্ত আসরে

মন ভাঙ্গার গল্প কেন গাঁথে শুধু ঘুমের দেশে ঐ বিচ্ছিরি তারা
বোঝেনি সে আজো , হয়েছি নিঃস্ব আমি  তাকে ছাড়া
দিয়েছি শুধু নিঃস্বার্থ ভালোবাসার এক খোলা ময়দান
তোমার কাছে তাই আমি এক স্বার্থপর শয়তান
নগ্নতা গুলো কেন ছাই মাখে এক ফালি কাপড়ে
ভাঙ্গতে থাকে বুকের পাঁজর হঠাৎ ধেয়ে আসা  ঝড়ে
ক্রমশ জমতে থাকে শুধু পলি আমার এ অভিমানী  মনের ঘরে

তখন তুমি শুধু ঘুমের দেশে একলা বাঁচবে কেমন করে??
কিম্ভুতেরা সৃষ্টি করে সব অলৌকিক ঘটনা ঘুমের  কাছে ধার করে
জেগে থাকে সব অপেক্ষারা ঘুমহীন চোখের পাতার সীমাহীন চাদরে
ভীড় জমায় তারা ঐ মুখপোড়া কলঙ্কিত চাঁদের চারপাশে
তাই দেখে অভিমানীরা  মিথ্যে হাসি হাসে
জোরালো হয় ক্রমশ শুধু যানবাহন এবং অ্যলার্মের শব্দ
পরীরা বলে বিদায় বন্ধু ,এবার তুই হবি জব্দ

অভিমানী হয়ে  বলে উঠি না থাকতো যদি পিছুটান
দিব্যি আমি গাইতাম শুধু ঘুমের দেশে  পরকালের গান
ঘুম ভাঙ্গে সাইরেন এবং কা কা ডাকে ভোরে
হারিয়ে গেছে সবকিছু আজ আমায় একলা ছেড়ে
হতাশায় পা রাখি আবার বাস্তবের মাটিতে
মন  যায় উড়ে  অভিমানে সহস্র মাইল পেরিয়ে সাধের ঘরটিতে

 

 

চলতে থাকে  শুধু অনবরত স্বপ্ন এবং  বাস্তবায়নের এই রেষারেষি খেলা
ভাবতে মজা লাগে বেশ এইভাবেই অভিমানে বয়ে যায় বেলা
ঠিকরে আসে রক্তিম আভা অবগাহন এর পর্দা ছিড়ে
হাত বোলাই পরম যত্নে অগোছালো সব পুরোনো অভিমানী স্মৃতির চাদরে

কোলাহলে কান পাতা দায় ভেসে আসে বিষাক্ত সব কালো ধোঁয়া
নেইকো কোনো উপায় ,মনে পড়ে সেই  শান্তি শীতল হাওয়া
মিছে হয় সব অভিমানী স্বপ্ন , মিছে হয় সেই  ঘুমের দেশ
চারিদিকে শুধু আজ চলছে হিংসা ,লড়াই এবং কায়ক্লেশ
অভিমানী হয়ে অপেক্ষায় গুনি প্রহর শুধু  ঘুমের দেশে হারিয়ে যাব আবার
গড়িয়ে যায় নোনতা ধারা অভিমানী মনের প্রান্তরে বারংবার।

 

 

 

 

 

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi