LaughaLaughi

You Create, We Nurture

I got a story to tell

জগদ্বাত্রী পুজো

জগদ্বাত্রী পুজো

১৭৬০ সাল নাগাদ রাজার রাজ কোষে সত্যি টান পড়ল | তখন মির্কাশেম বাংলার নবাব | নানা রকম ঝামেলায়ে জড়িয়ে পড়েছিলেন শিল্প সংস্কৃত প্রিয় মহারাজ কৃষ্ণচন্দ্র | নবাব খাজনা নিয়ে বেশ তোলপাড় শুরু করেছেন | নবাবের খাজনা মেটাতে না পারার অপরাধে নবাব মির্কাশেম মহারাজ কৃষ্ণচন্দ্রকে গ্রেফতার করে নিয়ে যান মুর্শিদাবাদে ১৭৬২ সালে |
লর্ড ক্লায়িভ এর মদ্ধস্তায়ে মহারাজ মুক্ত হন | লর্ড ক্লায়িভের পাঠানো বিশাল নৌকায়ে যেদিন মহারাজ গঙ্গা হয়ে নিজের রাজ্যে ফিরে আসছেন, সেদিন বঙ্গে বিসর্জনের বাজনা বাজছে | রাঙা রঙেদক্ষিনের সুর্য অস্ত যাচ্ছে আর ঘাটে ঘাটে নিরঞ্জন হচ্ছে দেবী দূর্গা | নদিয়ার ঘাটগুলি অন্ধকারাচ্ছন্ন | কোথাও ঢাকের আওয়াজ নেই | রাজবাড়ি শোকাচ্ছন্ন | রাজার মন খুব খারাপ | নদিয়ায়ে হয়নি মাতৃ আরাধনা | মহারাজ স্বপ্ন দেখলেন মা চাইছেন তার পুজো এক মাস পর হোক | পন্ডিতেরা রাত দিন এক করে ‘মায়াতন্ত্রে’ দেখলেন দেবীর এক রূপ | জগদ্বাত্রী , করিন্দ্রশুর্নাশিনি , ক্রিশ্নান্দের ‘তন্ত্রসার’ এ এর উল্লেখ করা হয়েছে | হস্তি তথা করিন্দ্রশুরের সিংহর উপর দেবী চতুর্ভূজা | গলায়ে জড়ানো সাপ, রক্তবর্ণ শাড়ি, উজ্জল অলংকারে ভূষিত দেবী | দেবীর গায়ের রঙ সুর্যোদয়ের মত রক্তাভ | ১৭৬২ সালে দুর্গাপুজোর ১ মাস পর অষ্টমী তিথিতে শুরু হয় জগদ্বাত্রী পুজো | মহারাজ কৃষ্ণচন্দ্রের বাড়িতে | গোল বাধলো সিংহকে নিয়ে | কেউই সিংহ দেখেনি | সাহেবদের ঘোড়া চড়তে দেখেছে | যা দেখেনি, তাই বিদেশী, ‘ঘোড়া’ | সুতরাং সিংহের রঙ হল সাদা | আর মুখটা হল ঘোড়ার মত | পুরনো দুর্গা মূর্তি নির্মানেও সিংহের মুখটা এমন ই এসেছে | কৃষ্ণনগরের রাজবাড়িতে এভাবে ১৭৬২ সালে জগদ্বাত্রী পুজো আরম্ভ হল | আজ থেকে ২৫৩ বছর আগে দুর্গাপুজোর পর ঠিক এক মাস পরে অষ্টমী তিথিতে |

Courtesy: Google Images

Facebook Comments Box

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Editorial Team of LaughaLaughi